Home ব্যবসা-বাণিজ্য প্রবীণ নাগরিকরা ফিক্সড ডিপোজিটে ১০.৯২% সুদ পাবেন এই ব্যাঙ্কে

প্রবীণ নাগরিকরা ফিক্সড ডিপোজিটে ১০.৯২% সুদ পাবেন এই ব্যাঙ্কে

by banganews

বঙ্গ নিউস, ২৬ ডিসেম্বর, ২০২০ঃ অর্থনীতির হাল ফেরাতে রিজার্ভ ব্যাংক রেপো রেট কমিয়ে দিচ্ছে। টান পড়ছে মধ্যবিত্তের সুদ এর আয়ে৷ এফডিতে সুদ কমে যাওয়ায় প্রবীণ নাগরিকদের সমস্যায় পড়ছেন। ২০২০ সালের শুরুতে SBI ৭ দিন থেকে সর্বোচ্চ ১০ বছর মেয়াদের ফিক্স ডিপোজিট 4.50% থেকে 6.10 % সুদ দিত৷ এখন তা দাঁড়িয়েছে 2.90% থেকে 5.40%। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে স্টেট ব্যাংক বেশি সুদ দিলেও তার পরিমাণ সামান্য।

আরও পড়ুন মিলল সোনার খনির হদিশ, ৯৯ টন সোনা পেল এই দেশ

মানুষ ভাবেন, বেশি সময়ের জন্য এফডি করা হলে বেশি সুদ পাওয়া যাবে। কিন্তু আসলে কোন ব্যাংকে কত দিনের জন্য টাকা রাখা হচ্ছে তার ওপর নির্ভর করে রিটার্ন। বেসরকারি ব্যাঙ্কগুলোতে আকর্ষণীয় রিটার্ন পাওয়া যায়। তার মধ্যে সেরা তালিকায় ডিসিবি ব্যাঙ্ক৷

৫ বছর থেকে ১০ বছর এর মধ্যে ফিক্স ডিপোজিটে বার্ষিক ১০.৯২% হারে রিটার্ন দিচ্ছে DCB ব্যাঙ্ক । তবে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে 5 বছর এর বেশি আমানতের ক্ষেত্রে ত্রৈমাসিক চক্রবৃদ্ধি হারে সুদের পরিমাণ ৭.৪৫% যা সরকারি ব্যাঙ্কের থেকে বেশি।

You may also like

Leave a Reply!