পাঁশকুড়া, ২৬ ডিসেম্বর, ২০২০ঃ ফুল আর অপরুপ প্রাকৃতিক পরিবেশ কেনা উপভোগ করতে চায়। তাই সোশ্যাল মিডিয়ায় দেখা পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার ফুলের গ্রামে পর্যটকদের উপচে পড়া ভীড়। বড়দিন থেকে নতুন বছর এই সময় পর্যটকরা বেরিয়ে পড়েন তাদের পছন্দের ডেস্টিনেশানে। পাঁশকুড়া থানার অন্তগর্ত দোকান্ডা গ্রামে ২-৩ বছর হল গড়ে উঠেছে পর্যটন কেন্দ্র। শীতের মরসুমে এখানে দূর দূরান্ত থেকে পর্যটক আসেন শুধু মাত্র প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য। বিভিন্ন রকমের ফুল এর সৌন্দর্য্য আকৃষ্ট করে আট থেকে আশি সব বয়সের মানুষকে। এই এলাকা পূর্ব মেদিনীপুরের গর্ব। বড়দিনকে ঘিরে বিভিন্ন পর্যটন কেন্দ্র এবং পিকনিক স্পটে চলছে ব্যাপক মানুষের আনাগোনা ।
আরও পড়ুন ২০২১ এ বাবা ভেঙ্গার ভবিষ্যদ্বাণী কী কী
একইভাবে পাঁশকুড়া থানার অন্তর্গত দোকান্ডা গ্রামে ফুলের সৌন্দর্যে আকৃষ্ট হয়ে উপচে পড়ছে পর্যটকদের ভিড় ।পাঁশকুড়া থানা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে গ্রামে। নিরাপত্তা খতিয়ে দেখতে সরেজমিনে উপস্থিত ছিলেন পাঁশকুড়া থানার ওসি অজয় মিশ্র ,এসআই আমিনুল ইসলাম । এছাড়াও রয়েছেন একাধিক পুলিশ এবং সিভিক ভলেন্টিয়াররা। মূলত ২৫ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত পর্যটক দের ভিড় উপচে পড়ে। গ্রামের কয়েকশ একর জায়গা জুড়ে গড়ে উঠেছে ফুলের বাগান। আর সেই বাগানের ধার বেয়ে গিয়ে রেল লাইন। ফুলের বাগান থেকে ছুটন্ত ট্রেনের ছবি ক্যামেরা বন্দি করে রাখার মতো পরিবেশ তৈরি হয়। যেদিকেই চোখ পড়বে শুধু রংবাহারী ফুল আর ফুল। তাই প্রকৃতি প্রেমি মানুষের মন টানে এই গ্রাম।