Home কলকাতা ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজের জন্য বন্ধ শিয়ালদহ ফ্লাইওভার

ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজের জন্য বন্ধ শিয়ালদহ ফ্লাইওভার

by banganews

কলকাতা, ২ অক্টোবর, ২০২০ঃ  এমজি রোড ও বেলেঘাটা রোডের মধ্যবর্তী অংশে পূর্বদিকগামী মেট্রোর টানেল তৈরির জন্য
আজ সকাল ৬টা থেকে ৫ অক্টোবর সকাল ৬টা পর্যন্ত বন্ধ থাকছে শিয়ালদহ ফ্লাইওভার বন্ধ রাখা হচ্ছে। এই কারণে যান চলাচলের রাস্তা পরিবর্তন করা হয়েছে৷

এখন ট্রেন বন্ধ, তাই এই রুটে মানুষ ও যানবাহনের চাপ কম থাকবে বলে মনে করা হচ্ছে৷
এপিসি রোড, মহাত্মা গান্ধি রোড, কলেজ স্ট্রিট, বিধান সরণি, লেনিন সরণি ও রফি আহমেদ কিদোয়াই রোডে ট্রাম চলাচল নিয়ন্ত্রণ করা হবে।ফুলবাগান, মানিকতলার ওপর গাড়ির চাপ বেশি পড়তে পারে। পুজোর আগে যানজট এড়াতে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

বাস – ★এজেসি বোস থেকে যে বাস রাজাবাজার পর্যন্ত যেত, সেগুলি এনআরএস হাসপাতাল পর্যন্ত যাবে।

★এমজি রোড দিয়ে বেলেঘাটা মেনরোড পর্যন্ত যেত যে বাস, সেগুলি রাজাবাজার ট্রাম ডিপোয় দাঁড়াবে।
★ পূর্ব কলকাতার বাসগুলি এপিসি রোড থেকে নারকেলডাঙা মেন রোডে ঘুরিয়ে দেওয়া হবে।

উত্তর কলকাতাগামী –
• বাস – এস এন ব্যানার্জি রোড, ধর্মতলা, সেন্ট্রাল অ্যাভিনিউ দিয়ে কলুটোলা অথবা বিবেকানন্দ রোডের দিকে ঘোরানো হবে।
• ছোট গাড়ি- এজেসি বোস থেকে এসে ধর্মতলা, সেন্ট্রাল অ্যাভিনিউ, কলুটোলা স্ট্রিট অথবা রবীন্দ্রসদন থেকে জওহরলাল নেহেরু রোড ধরে ধর্মতলা যেতে পারবে।

• মালবাহী গাড়ি- এজেসি বোস রোড থেকে মৌলালি, ধর্মতলা হয়ে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের দিকে যাবে। এই ক’দিন সেন্ট্রাল অ্যাভিনিউ, লেনিন সরণি, এস এন ব্যানার্জি রোডে গাড়ির চাপ বেশি হতে পারে।

দক্ষিণ কলকাতাগামী –
• বাস- মানিকতলা ক্রসিং থেকে বিবেকানন্দ রোড, আমহার্স্ট স্ট্রিট, বিবি গাঙ্গুলি স্ট্রিট, এনসি স্ট্রিট, লেনিন সরণি দিয়ে ঘোরানো হবে।
• গাড়ি- এপিসি রোড ও মহাত্মা গান্ধি রোডের সংযোগস্থল থেকে নারকেলডাঙা মেন রোড, ক্যানেল রোড অথবা বিবেকানন্দ রোড হয়ে মানিকতলা ক্রসিং, আমহার্স্ট স্ট্রিট, বিবি গাঙ্গুলি স্ট্রিট অথবা শ্যামবাজার পাঁচ মাথার মোড় ও ভূপেন বোস রোড হয়ে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের দিকে যেতে পারবে।

• ভারী মালবাহী গাড়ি – শ্যামবাজার পাঁচ মাথার মোড়, ভূপেন বোস রোড হয়ে সেন্টাল অ্যাভিনিউয়ে পৌঁছবে।
• মাঝারি ও ছোট মালবাহী গাড়ি – এপিসি রোড থেকে বিবেকানন্দ রোড হয়ে মানিকতলা মেন রোড ও সেন্ট্রাল অ্যাভিনিউ।

তবে কলকাতার উত্তর থেকে দক্ষিণে আসতে কিংবা দক্ষিণ থেকে উত্তরে আসতে কলকাতার মানুষের যাতে অসুবিধা না হয়, তার জন্য উত্তরে
রাজাবাজার মোড় থেকে নারকেলডাঙা মেন রোড, ফুলবাগান ও বেলেঘাটা মেন রোড ধরে শিয়ালদহ স্টেশনের দিকে আসতে হবে। দক্ষিণ কলকাতা থেকে যে গাড়িগুলি আসবে, সেগুলি বেলেঘাটা রোড ধরে শিয়ালদহ স্টেশনের দিকে যেতে পারবে।

You may also like

Leave a Reply!