Home ব্যবসা-বাণিজ্য পিএনবিতে টাকা তোলার নিয়মে বদল

পিএনবিতে টাকা তোলার নিয়মে বদল

by banganews

বঙ্গ নিউস, ১ ডিসেম্বর, ২০২০ঃ  এটিএম থেকে টাকা তোলার জন্য নতুন নিয়মকানুন চালু করল পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক।
নতুন নিয়ম অনুযায়ী দশ হাজার বা তার বেশি টাকা তুলতে গেলে এককালীন পাসওয়ার্ড অর্থাৎ ওটিপি আসবে৷ তাই এটিএম থেকে টাকা তুলতে যাওয়ার সময় অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যে মোবাইল নম্বরটি যুক্ত করা আছে তা সঙ্গে নিয়ে যেতে হবে। সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত ডেবিট কার্ডের পিন ছাড়াও মোবাইলে আসা ওটিপি দিতে হবে দশ হাজার বা তার বেশি টাকা তোলার জন্য।

কীভাবে টাকা তুলবেন?

প্রকৃতির রুক্ষতা যেন আপনাকে স্পর্শ না করে

• ওটিপি পাঠানো হবে ব্যাঙ্কের তরফে, গ্রাহকের অনুমোদিত মোবাইল নম্বরে।

• এটিএম কার্ড বা ডেবিট কার্ড এটিএম মেশিনে ইনসার্ট করার পর প্রয়োজনীয় তথ্য গুলি গ্রাহককে দিতে হবে।
• একটি ওটিপি ব্যবহার করে একবারই টাকা তোলা যাবে।
• প্রতিবার টাকা তোলার ক্ষেত্রে আলাদা ওটিপি চাইবে ব্যাঙ্ক।

• সঠিক ওটিপি এন্টার করার পর গ্রাহক টাকা তুলতে পারবেন।

You may also like

Leave a Reply!