কৃষি বিল সংক্রান্ত আলোচনা ব্যর্থ হল। ফের বৃহস্পতিবার আলোচনায় বসবে দুপক্ষ। এদিন বৈঠকের শেষে কৃষক সংগঠনের সদস্য চন্দ সিং জানান, কৃষি বিল নিয়ে আন্দোলন চলবে এবং সরকারের থেকে তারা তাদের দাবি পূরণে বদ্ধপরিকর৷ কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর কৃষকদের বিক্ষোভ থামিয়ে আলোচনায় বসতে আবেদন জানান। তিন তারিখ, অর্থাৎ বৃহস্পতিবার ফের আলোচনা হবে। মন্ত্রী বলেন, একটা ছোট দল আলোচনার জন্য বসুক এটা তারা চাইলেও কৃষকরা চান, প্রত্যেকে যেন আলোচনায় থাকে।
কেন্দ্রের তরফে তোমর ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল, জুনিয়র শিল্পমন্ত্রী সোম প্রকাশ। কৃষকদের তরফে ৩৫ জন বৈঠকে যোগ দিয়েছিলেন।