Home আবহাওয়া ঘূর্ণাবর্তের কারণে কলকাতা সহ বেশ কিছু এলাকায় বৃষ্টির পূর্বাভাস

ঘূর্ণাবর্তের কারণে কলকাতা সহ বেশ কিছু এলাকায় বৃষ্টির পূর্বাভাস

by banganews

উত্তরবঙ্গকে পাশ কাটিয়ে এবার দক্ষিণবঙ্গের দিকে ধেয়ে আসছে ঘোর বর্ষা।মৌসুমি অক্ষরেখা সরছে উত্তরবঙ্গ থেকে, উত্তরবঙ্গে বৃষ্টি কমলেও সপ্তাহ শেষে ফের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঘূর্ণাবর্তের কারণে দক্ষিণবঙ্গে বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে এমনটাই জানাচ্ছে আবহাওয়া দফতর।

আগামী কয়েক ঘণ্টায় উত্তরবঙ্গে কোন ভারী বৃষ্টির আশঙ্কা নেই। তবে দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলায় হতে পারে প্রবল বৃষ্টিপাত।

কলকাতা, হাওড়া, হুগলি-সহ একাধিক জেলায় হালকা থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার ও কোচবিহার, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে রয়েছে আগাম বৃষ্টির সতর্কতা।

আরও পড়ুন করোনা আক্রান্ত হয়ে মৃত্যু শ্রীরামপুর পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর পিনাকী ভট্টাচার্যের

বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতার আকাশে মেঘ দেখা যাচ্ছে। সেই সঙ্গে রয়েছে আর্দ্রতা জনিত অস্বস্তিও। কিছুক্ষণের জন্য রোদ দেখা দিলেও আকাশ মূলত মেঘলা থাকবে৷ আজ সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি৷

মহারাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির জন্য মুম্বাই সহ একাধিক শহর ও শহরতলি জলমগ্ন। কয়েকটি শহরে ইতিমধ্যেই সতর্কতাও জারি করেছে আবহাওয়া দপ্তর। সমুদ্র তীরবর্তী এলাকায় রয়েছে বিশেষ সতর্কতা।

You may also like

Leave a Reply!