Home আবহাওয়া নিম্নচাপের জেরে ফের দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা

নিম্নচাপের জেরে ফের দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা

by banganews

বঙ্গোপসাগরে সংগঠিত নিম্নচাপের জেরে সোমবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনা৷ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন ওড়িশা উপকূলে সৃষ্ট নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পূর্ব বর্ধমানে।
উত্তরবঙ্গের তিন জেলা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস।

আরও পড়ুন পুজোর মুখে নতুন উপহার বঙ্গবাসীর, খুশিতে মন ভরবে

আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি৷ নিম্নচাপের জেরে তাপমাত্রার পারদ বেশ কিছুটা কমেছে।

নিম্নচাপের জেরে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের সমুদ্র উত্তাল হতে পারে জানিয়েছে আবহাওয়া দফতর। মৎস্যজীবীদের ওড়িশা উপকূলে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে৷ সমুদ্র তীরবর্তী এলাকাতে জারি হয়েছে সতর্কতা।

You may also like

Leave a Reply!