Home আবহাওয়া নিম্নচাপের জেরে বৃষ্টি, সমুদ্র উপকূলে জারি সতর্কতা

নিম্নচাপের জেরে বৃষ্টি, সমুদ্র উপকূলে জারি সতর্কতা

by banganews

কলকাতা, ০৪ আগস্ট ২০২০ঃ  নিম্নচাপের জেরে শহর কলকাতায় চলছে একটানা বৃষ্টি। সোমবার রাত থেকেই দফায় দফায় চলছে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি। দিনভর বৃষ্টি হতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরেই বৃষ্টি বলে জানানো হয়েছে।

আবহাওয়া দফতর সূত্রে খবর, দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।

আরও পড়ুন প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মদিনে বাজারে এল বেঙ্গল কেমিক্যালসের স্যানিটাইজার

বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হওয়ায় উত্তাল সমুদ্র।সমুদ্র উপকূলবর্তী অঞ্চলগুলিতে জারি করা হয়েছে লাল সতর্কতা৷ মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে৷

এই নিম্নচাপের জেরে ওড়িশা ও বাংলার উপকূলে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আগামী ৪৮ ঘণ্টায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে উত্তরপ্রদেশ ও বিহারেও।

You may also like

Leave a Reply!