Home কলকাতা ড্রোন থেকে নজর রাখবে পুজোর পুলিশ

ড্রোন থেকে নজর রাখবে পুজোর পুলিশ

by banganews

কলকাতা, ১১ অক্টোবর, ২০২০ঃ করোনার সময়ে সবটাই নিউ নর্মাল। এবার দুর্গাপুজোর কলকাতায় পুলিশ নামবে তৃতীয়া থেকে। কারণ তৃতীয়া থেকেই ঠাকুর দেখার অনুমতি দিয়েছে প্রশাসন। কোভিডবিধি মেনে মানুষ ঠাকুর দেখছেন কিনা, সেদিকে নজর রাখা পুলিশের প্রধান কর্তব্য। জমায়েত আটকানোটাই এবছরের প্রধান চ্যালেঞ্জ পুলিশের।

আরও পড়ুন মাল পুরবোর্ডের প্রশাসকের উপরে হামলার অভিযোগ, কাঠগড়ায় বিজেপি

কলকাতা পুলিশ কী কী নজর রাখবে?
দর্শনার্থীরা মাস্ক পরেছেন কিনা এবং শারীরিক দূরত্ব বিধি ঠিকমতো মানা হচ্ছে কিনা, সেটা পুলিশ দেখবে। কোন পুজোয় অত্যধিক ভিড় জমছে, সেদিকেও নজর থাকবে পুলিশের। ওয়াচ টাওয়ার থেকে এবং ড্রোন মারফত, এই দুভাবে নজর রাখবে পুলিশ।
কীভাবে কাজ করবে পুলিশ?
মূলত পুজো কমিটির সঙ্গে সমন্বয় রেখে কাজ করবে। তার আগে কোন পুজো কমিটি ক্রাউড ম্যানেজমেন্টের জন্য কী ব্যবস্থা নিয়েছে, তার তালিকা সবার আগে চেয়ে পাঠাচ্ছে কলকাতা পুলিশ।

You may also like

Leave a Reply!