Home কলকাতা কৃষ্ণনগরের ঘূর্ণিতে আমফানে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ালো স্বেচ্ছাসেবী সংস্থা ।

কৃষ্ণনগরের ঘূর্ণিতে আমফানে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ালো স্বেচ্ছাসেবী সংস্থা ।

by banganews

গত ২০ ই মে আমফান ঝড়ে ক্ষতিগ্রস্ত হয় নদীয়ার বিস্তীর্ণ এলাকা। নষ্ট হয় কৃষিজমির ফসল। সরকারি সাহায্যের পাশাপাশি চাষিদের পাশে এসে দাঁড়াল স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলিঙ্গন’ ।
সংস্থার সদস্যরা সার্ভে করে কৃষ্ণনগরের ঘূর্ণির ঘরামিপাড়া ও বিন্দুপাড়া এলাকার ৩০ জন ক্ষতিগ্রস্ত কৃষককে চিহ্নিত করেন। শনিবার তাঁদের প্রত্যেকের হাতে তুলে দেন দুই বিঘা জমিতে চাষ করার জন্য একব্যাগ করে ধানের বীজ ও একটি কাটারি। এছাড়াও রোদ-বৃষ্টি থেকে সুরক্ষিত থাকতে কৃষকদের একটি করে মাথাল দেওয়া হয়। সমগ্র অনুষ্ঠান স্বাস্থ্যবিধি মেনে সম্পন্ন হয়। সংস্থার পক্ষ থেকে শৌভিক দত্ত জানান,” আমফান তে পরিমাণ ক্ষতি করেছে,সেই তুলনায় আমাদের এই উদ্যোগ খুবই সামান্য। আগামীদিনেও মানুষের সাহায্য নিয়ে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করব।”

আরও পড়ুন পরিযায়ী শ্রমিকদের পাশে দেব- কড়া সমালোচনা করলেন অন্যন্য সেলিব্রিটিদের

একদিকে লাফিয়ে বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা, তার সাথে যুক্ত হয়েছে আমফানের তান্ডবের ক্ষত। তবে আমফান পরবর্তী সময় থেকেই নদীয়া জেলা প্রশাসন তৎপরতার সঙ্গে কাজ করে চলেছে।

You may also like

Leave a Reply!