Home আবহাওয়া বাড়ছে নিম্নচাপ, বৃষ্টির পরিমাণ বাড়ার পূর্বাভাস

বাড়ছে নিম্নচাপ, বৃষ্টির পরিমাণ বাড়ার পূর্বাভাস

by banganews

নিম্নচাপের জেরে আরও বাড়বে বৃষ্টির পরিমাণ। একটি নিম্নচাপের জেরে বৃষ্টি চলছেই। শক্তি বাড়িয়েছে আরও একটি নিম্নচাপ।

আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকাল থেকেই আকাশ হালকা মেঘাচ্ছন্ন রয়েছে, তবে ক্রমাগত বৃষ্টিতে বাতাসে আর্দ্রতা কমেছে।

আরও পড়ুন পরিবারের রোজগার নিয়ে চিন্তা ? NPS আছে তো

সমুদ্রের তীরবর্তী অঞ্চলগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে।

সপ্তাহের শেষে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। অসম, মেঘালয়ে আগামী দু-তিন দিন থাকছে ভারী বৃষ্টির পূর্বাভাস৷

You may also like

Leave a Reply!