Home আবহাওয়া দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত এবং উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা

দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত এবং উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা

by banganews

আগামী ২৪ ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। আবার বেশ কিছু এলাকায় হতে পারে বজ্রপাত যুক্ত বৃষ্টি।
বিগত বেশ কয়েকদিন ধরে কম বেশি বৃষ্টিতে ভিজছে বাংলা। কখনও বজ্রবিদ্যুৎসহ প্রবল বৃষ্টি, আবার কখনো রোদ।

আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি৷ সকাল থেকেই শহরে আবছা মেঘলা আকাশ। একটা গুমোট ভাব রয়েছে। তবে আজ রাজ্যের বিভিন্ন অংশে বিক্ষিপ্তভাবে রয়েছে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহবিদরা।

আরো পড়ুন – আজ মঙ্গলবার, কেমন কাটবে আজকের দিন! জেনে নিন আজকের রাশিফল

মৌসুমি অক্ষরেখা উত্তরবঙ্গ থেকে মণিপুর অবধি বিস্তৃত হওয়ায় উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় রয়েছে ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পং, জলপাইগুড়ি ও কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।

You may also like

Leave a Reply!