Home কলকাতা গরুপাচার কাণ্ডে ধৃত এনামুল হককে আজ জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

গরুপাচার কাণ্ডে ধৃত এনামুল হককে আজ জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

by banganews

বঙ্গ নিউস, ৯ নভেম্বর, ২০২০ঃ  গরু পাচার কাণ্ডে গত ৬ তারিখ দিল্লি থেকে সিবিআই গ্রেফতার করেছিল মুর্শিদাবাদের ব্যবসায়ী এনামুল হককে। তাঁকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় কোন কোন প্রভাবশালী এই কাজের সঙ্গে যুক্ত। এরপর তাঁকে কলকাতায় নিয়ে আসা হয়, কিন্তু কলকাতায় আনার পথে এনামুল হক অসুস্থ হয়ে পড়লে তাঁকে অন্তবর্তীকালীন জামিন দেওয়া হয়। আজ ফের এনামুলকে নিয়ে আসা হয় কলকাতার নিজাম প্যালেসে।

আরও পড়ুন ভারতীয় ক্রিকেট দলে স্থান করে নিল কোলাঘাটের দয়ানন্দ গরাণী

তাঁকে জিজ্ঞাসাবাদ করে পাচার চক্রের জাল কতদুর বিস্তৃত, কোথায় যেত এই পাচারের টাকা, এইসব তথ্য জানার চেষ্টা করছেন গোয়েন্দা আধিকারিকরা। সূত্রের খবর আজ এক প্রভাবশালীকে তলব করা হয়েছে পাচারকাণ্ডে জড়িত থাকার সন্দেহে। সম্ভবত এনামুল হকের সামনে সেই ব্যাক্তিকে বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। এদিকে এনামুল হকের দাবি,  তাঁকে মিথ্যা অপবাদে ফাঁসানো হয়েছে। তিনি সরকারকে ট্যাক্স দেন।

You may also like

Leave a Reply!