Home আবহাওয়া নিম্নচাপের জেরে ফের বৃষ্টির ভ্রুকুটি দক্ষিণবঙ্গে

নিম্নচাপের জেরে ফের বৃষ্টির ভ্রুকুটি দক্ষিণবঙ্গে

by banganews

সকাল থেকেই আকাশের মুখ ভার, সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি। নিম্নচাপের জেরে আজ সারাদিন এমনই থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া। কলকাতা, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে৷

উত্তরবঙ্গে চলছে একটানা ভারি বৃষ্টিপাত। দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পং, জলপাইগুড়ি ও কোচবিহারে বৃষ্টি চলবে বলে পূর্বাভাস আবহাওয়াবিদদের।

আরও পড়ুন অবসর ভেঙে ক্রিকেটে ফিরছেন যুবরাজ সিং

রবিবার থেকে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে আরও একটি নিম্নচাপ। অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছাকাছি এই নিম্নচাপ তৈরি হওয়ায় ওড়িশা ও ওড়িশা সংলগ্ন পশ্চিমবঙ্গের বেশ কিছু অঞ্চল, অন্ধপ্রদেশ ও তেলেঙ্গানায় প্রবল বৃষ্টির সম্ভাবনা।

আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি৷

You may also like

Leave a Reply!