Home আবহাওয়া আবারও নিম্নচাপ ! কতদিন থাকবে বৃষ্টি ?

আবারও নিম্নচাপ ! কতদিন থাকবে বৃষ্টি ?

by banganews

আবারও বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ। ওড়িশা উপকূল বরাবর এই নিম্নচাপ ঘনীভূত হওয়ায় বাংলার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে রয়েছে প্রবল বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা নেই৷ বাংলার দক্ষিণে বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার পর্যন্ত ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরে বৃষ্টি হতে পারে জানাচ্ছে আবহাওয়া দপ্তর৷

আরও পড়ুন তমলুকে দিলীপকে কালো পতাকা

সকালের দিকে সামান্য রোদ, আবার কখনও মেঘলা আকাশ। মাঝে মধ্যে দু এক পশলা বৃষ্টি হচ্ছে৷ তবে বৃষ্টি স্থায়ী হচ্ছে না। এই রোদ বৃষ্টির খেলার মাঝে কিছুটা হলেও তাপমাত্রা কিন্তু কমছে।
আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি৷

You may also like

Leave a Reply!