Home কলকাতা পুজোর আগে চালু হচ্ছে দার্জিলিং মেল, বুকিং শুরু শুক্রবার থেকে

পুজোর আগে চালু হচ্ছে দার্জিলিং মেল, বুকিং শুরু শুক্রবার থেকে

by banganews

কলকাতা, ১৫ অক্টোবর, ২০২০ঃ পুজোর আগে শুরু হচ্ছে পূর্ব রেলের অন্যতম গুরুত্বপূর্ণ ট্রেন দার্জিলিং মেল। তবে স্পেশাল হিসেবে চলবে এখন। এর পাশাপাশি শিয়ালদহ থেকে নিউ-আলিপুরদুয়ার পর্যন্ত চলবে ফেস্টিভ্যাল স্পেশাল ট্রেন। আগামী ২০ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত ফেস্টিভ্যাল স্পেশাল ট্রেন চালাবে ভারতীয় রেল। দার্জিলিং মেল ছাড়বে ০৪৩২৩ স্পেশাল হিসাবে প্রতিদিন রাত ১০ টায়। একইভাবে নিউ জলপাইগুড়ি থেকে ছাড়বে ০৪১৩১ স্পেশাল হিসাবে রাত ৮ টায়। দার্জিলিং মেল যাবে ভায়া ডানকুনি হয়ে। এর পাশাপাশি শিয়ালদহ আলিপুরদুয়ার স্পেশাল ছাড়বে দুপুর ১ টা ৪০ মিনিটে, যাবে  নৈহাটি হয়ে।

আরও পড়ুন আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবে ফিরছে অপু

অন্যদিকে হাওড়া কাঠগোদাম ভায়া ব্যান্ডেল , হাওড়া রাক্সৌল ভায়া ব্যান্ডেল স্পেশাল ট্রেন চালানো হবে। স্পেশাল ট্রেনগুলির ভাড়া ধার্য করা হয়েছে স্পেশাল হিসাবে , অর্থাৎ অতিরিক্ত ভাড়া গুনতে হবে যাত্রীদের। আগামীকাল থেকে বুকিং শুরু হয়ে যাচ্ছে এই ট্রেনগুলির। বেশিরভাগই থাকছে থ্রি-টায়ার এসি কোচ। পুজোর সময় ফেস্টিভ্যাল স্পেশাল ট্রেনে যাত্রী মিলবে বলেই আশাবাদী ভারতীয় রেল।

You may also like

Leave a Reply!