Home বঙ্গ দক্ষিণ দিনাজপুরে করোনা সংক্রমণের ঝুঁকি নিয়ে কাজ করে চলা সাংবাদিক ও পুলিশ কর্মীদের সংবর্ধনা প্রদান

দক্ষিণ দিনাজপুরে করোনা সংক্রমণের ঝুঁকি নিয়ে কাজ করে চলা সাংবাদিক ও পুলিশ কর্মীদের সংবর্ধনা প্রদান

by banganews

করোনা আবহের মাঝেই দক্ষিণ দিনাজপুর জেলায় আয়োজিত হল সাংবাদিক ও পুলিশ কর্মীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান। এদিন জেলার বংশীহারী ব্লকের মহাবাড়ি অঞ্চলের অন্তর্গত পাথরঘাটা বাস স্ট্যান্ড চত্বরে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে করোনা আবহে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে চলা সংবাদমাধ্যম কর্মী, পুলিশকর্মীদের পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা প্রদান করে পাথরঘাটা এলাকার নাগরিকবৃন্দরা।

এদিনের এই সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বংশীহারী থানার আইসি মনোজিৎ সরকার, সাংবাদিক চঞ্চল মজুমদার, ধ্রুবজ্যোতি মহন্ত, শান্তনু মিশ্র সহ অন্যান্যরা।

আরো পড়ুন – আজ থেকে প্রতি শিফটে ৬০০ সরকারি বাস চালাবে পরিবহন দপ্তর

পাশাপাশি এই অনুষ্ঠানের মধ্যেই এলাকার প্রায় শতাধিক পথ সারমেয়দের জন্য অভিনব ভুরিভোজের আয়োজন করেন এলাকার সহৃদয় ব্যক্তি খোকন বাগচী।

আরো পড়ুন – আনলক ১ এর প্রথম দিন থেকেই পুরোনো মেজাজে শহর কলকাতা

পথ সারমেয় দের জন্য আয়োজিত ভূরিভোজের খাদ্য তালিকায় ছিল মাংসের পোলাও, মাছ ,ডিম এবং শেষ পাতে মিষ্টিমুখ।
লকডাউনের চরম সংকটকালীন সময়ে অভুক্ত পথ সারমেয়দের জন্য আয়োজিত এই অভিনব ভূরিভোজের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সকল পশুপ্রেমী সংগঠন থেকে শুরু করে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ।

You may also like

Leave a Reply!