Home আবহাওয়া দিনের বেশিরভাগটাই থাকবে মেঘলা

দিনের বেশিরভাগটাই থাকবে মেঘলা

by banganews
দক্ষিণের জেলাগুলিতে সকাল থেকেই অনুভূত হচ্ছে আর্দ্রতা জনিত অস্বস্তি। রোদও উঠেছে বেশ জোরকদমে। আগামী কয়েকদিন মৌসুমী অক্ষরেখার অবস্থানের কোনও বদল হবে না। এর ফলেই দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে মনে করছেন আবহবিদরা।
শনিবার সকাল থেকেই কলকাতা শহরে ঝলমলে রোদ দেখা যাচ্ছে। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকাল থেকে ঝলমলে রোদ বিরাজ করলেও, হালকা বৃষ্টি হতে পারে। দিনের বেশিরভাগটাই থাকবে মেঘলা।
রবিবার থেকে উত্তরে আবারও বাড়বে বৃষ্টির পরিমাণ। সেইসঙ্গে রবিবার এবং সোমবার নাগাদ কোচবিহার ও আলিপুরদুয়ারে রয়েছে ভারী বৃষ্টির আশঙ্কা। দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

You may also like

Leave a Reply!