Home আবহাওয়া দক্ষিণবঙ্গে বর্ষার শুরু 

দক্ষিণবঙ্গে বর্ষার শুরু 

by banganews
বিগত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিবর্তন হয়েছে৷ বৃষ্টি শুরু হয়েছে বেশ কয়েকটি জেলায়। কখনও হালকা, আবার কখনও প্রবল বৃষ্টি হবে এখনও বেশ কিছু দিন। উত্তরবঙ্গে প্রবল বৃষ্টিপাত ঘটিয়ে এবার দক্ষিণবঙ্গে ধেয়ে আসছে ভারী বৃষ্টিপাত।
উত্তরবঙ্গে বৃষ্টি চলবে শুক্রবার অবধি। বুধবার থেকেই বৃষ্টি চলছে তাই বেশ কয়েকটি এলাকায় পর পর বেশ কয়েকদিনের প্রচন্ড বৃষ্টির ফলে, পাহাড়ি নদীগুলি প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। উত্তরের বেশ কয়েকটি জেলার প্রশাসনকে বিপজ্জনক পরিস্থিতির জন্য আগাম প্রস্তুত থাকতে বলা হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতায় বৃষ্টি শুরু হয়ে গেছে। মেঘলা আকাশ। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বেশ কয়েকটি এলাকায় হালকা থেকে ভারী বৃষ্টিপাত এবং সেই সঙ্গে বজ্রবিদ্যুত সহ ঝড়ের পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর।

You may also like

Leave a Reply!