Home আবহাওয়া বাংলার বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা

বাংলার বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা

by banganews

দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে৷উত্তরে বৃষ্টির পরিমাণ কমে গিয়ে, দক্ষিণে আসতে আসতে বৃদ্ধি পাবে বৃষ্টির পরিমাণ। আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণের বেশ কিছু জেলায় রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। তবে আবারও রবিবার থেকে উত্তরবঙ্গে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ বলে জানাচ্ছে আবহাওয়া দফতর।

হিমালয় সংলগ্ন এলাকায় মৌসুমী অক্ষরেখা বর্তমানে সক্রিয় রয়েছে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, আগামী কয়েকদিন মৌসুমী অক্ষরেখার অবস্থানের কোনও বদল হবে না। এর ফলেই দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়ছে। সেই সঙ্গে কমছে আর্দ্রতা জনিত অস্বস্তিও।

আরও পড়ুন লাল গ্রহ মঙ্গলে গেল লাল ফৌজের দেশ চিন

শুক্রবার সকাল থেকেই কলকাতা শহর মেঘলা। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে।

দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় কলকাতা, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, নদীয়া, পূর্ব মেদিনীপুর ও উত্তর-দক্ষিণ ২৪ পরগণার রয়েছে ভারী বৃষ্টির আশঙ্কা। সেইসঙ্গে উত্তরের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার, অসম, মেঘালয় এসব জায়গায় আগামী সোমবার থেকে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পেতে পারে৷

You may also like

Leave a Reply!