Home বঙ্গ আগামীকালকেও বাসযাত্রীদের ভোগান্তি অব্যাহত

আগামীকালকেও বাসযাত্রীদের ভোগান্তি অব্যাহত

by banganews

লকডাউন ক্রমশ শিথিল হলেও গণপরিবহণ ব্যবস্থার বেহাল দশা৷ কবে স্বাভাবিক হবে তার কোনো সদুত্তর মেলেনি কারও কাছেই। আগামীকাল সোমবার। সপ্তাহের শুরুতেই পথে বেরিয়ে জনতার হয়রানির আশঙ্কা থেকেই যাচ্ছে। কাল থেকে সরকারি অফিসে কর্মী-সংখ্যা বাড়বে, খুলবে শপিং মল, রেস্তরাঁ, হোটেল এবং অনেক ধর্মস্থান। আগের থেকে পথে বেরোবেন অনেক বেশি মানুষ।

আরও পড়ুন করোনা চিকিৎসায় নতুন হাতিয়ার হতে পারে গাঁজা

পরিবহণ দফতরের বক্তব্য, এক হাজারেরও বেশি বাস নামানো যায়, কিন্তু তা দিয়ে কলকাতায় স্বাভাবিক পরিষেবা দেওয়া সম্ভব নয়। কারণ সমস্যা অন্যত্র৷ বাস ও মিনিবাস যে সংখ্যায় নামতে পারে, তা স্বাভাবিকের তুলনায় অনেক কম। কলকাতা-সহ গোটা রাজ্যে ২৪ হাজার বেসরকারি বাস চলে, সরকারি বাস চলে ২৫০০টি। কিন্তু বেসরকারি বাস মালিকদের বক্তব্য থেকে এটুকু স্পষ্ট, সোমবার মোট বাসের ৩০ শতাংশ বাসও রাস্তায় নামবে কি না সন্দেহ। কলকাতায় সরকারি বাস প্রায় পূর্ণ সংখ্যায় নামানো হলেও সোমবার জেলায় ৬০ শতাংশ বাস নামানো যাবে বলে পরিবহণ দফতর সূত্রে খবর। ফলে স্বাভাবিক পরিষেবা দেওয়া কার্যত অসম্ভব। তবে পরিবহণ দফতরের একটি সূত্রের আশ্বাস, সোমবার সকাল ৭টা থেকে সাড়ে ১০টা, অফিসটাইম, এই সময় অন্য সময়ের তুলনায় বেশি বাস চালানো হবে

আরও পড়ুন করোনা সংক্রমণ ঠেকাতে অভিনব পরীক্ষা পদ্ধতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে

You may also like

Leave a Reply!