Home কলকাতা রেল পুলিশের বড় সাফল্য, গ্রেফতার কুখ্যাত ৪ রেল ডাকাত

রেল পুলিশের বড় সাফল্য, গ্রেফতার কুখ্যাত ৪ রেল ডাকাত

by banganews

বঙ্গ নিউস, ১৮ ডিসেম্বর, ২০২০ঃ কলকাতার দক্ষিণ শাখায় ট্রেনের মধ্যে দুস্কৃতী তান্ডবে ত্রস্ত হয়ে থাকত নিত্যযাত্রীরা। এবার চারজন কুখ্যাত রেল ডাকাতকে গ্রেফতার করল রেল পুলিশ। পুলিশ সূত্রে খবর এই দুস্কৃতীরা যাদবপুর থেকে শিয়ালদহের মধ্যে তাদের অপারেশন চালাত। গত ১২ ডিসেম্বর এক পুলিশ ইন্সপেক্টরকে ছুরি দিয়ে আঘাত করে তাঁর ব্যাগ ছিনিয়ে নেয় দুস্কৃতীরা।

আরও পড়ুন বলিউডে অভিনয় করবেন ক্যারিমিনাতি

এরপর থেকে হামলাকারীদের খোঁজে তল্লাশি চালায় রেল পুলিশ। অবশেষে ৪ কুখ্যাত রেল ডাকাতকে ধরতে সক্ষম হয় রেল পুলিশ। জানা গেছে ব্যারাকপুর কমিশনারেটের স্পেশাল ব্রাঞ্চে কর্মরত সৌম্য বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন গত ১২ ই ডিসেম্বর বালিগঞ্জ ছাড়ার পরে দুস্কৃতীরা হামলা চালায় সৌম্যবাবুর উপরে। পরে তিনি শিয়ালদহ রেল পুলিশে অভিযোগ জানান। এই ঘটনায় সাধারণ মানুষদের প্রশ্ন একজন পুলিশ অফিসারের উপর হামলা হলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়। তবে এই চার রেল ডাকাতকে গ্রেফতার করায় রেল পুলিশ বড় সাফল্য পেল বলেই মনে করা হচ্ছে।

You may also like

Leave a Reply!