Home আবহাওয়া সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে হতে পারে প্রবল বৃষ্টি

সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে হতে পারে প্রবল বৃষ্টি

by banganews

নিম্নচাপ সরে যাওয়ায় কয়েকদিন বৃষ্টি থেকে রেহাই মিললেও, সপ্তাহান্তে আবারও দক্ষিণবঙ্গে ধেয়ে আসছে প্রবল বর্ষা। জানাচ্ছে আবহাওয়া দফতর।

উত্তর বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ সৃষ্টি হচ্ছে৷ এই নিম্নচাপ মধ্য ভারতের দিকে গেলেও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ওড়িশায় ঘটাবে প্রবল বৃষ্টি। যার ফলে সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে আবারও হতে পারে প্রচুর বৃষ্টিপাত, এমনটা জানাচ্ছেন আবহাওয়াবিদরা। রবিবার এবং সোমবার ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন :  কোঝিকোড়ে বিমান দুর্ঘটনা, প্রোফাইল ফটো পরিবর্তনে শোকপ্রকাশ এয়ার ইন্ডিয়ার

আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। দিনভর আকাশ হালকা মেঘাচ্ছন্ন ও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।

আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে শনিবার এবং রবিবার রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। তামিলনাডু, কেরালা ও কর্নাটক উপকূল এলাকায় আগামী ৪-৫ দিন প্রবল ঝড় বৃষ্টি হতে পারে।

You may also like

Leave a Reply!