Home খেলা বিরাটহীন নিউজিল্যান্ড সিরিজ! দেখে নিন ভারতের সম্ভাব্য একাদশ

বিরাটহীন নিউজিল্যান্ড সিরিজ! দেখে নিন ভারতের সম্ভাব্য একাদশ

by banganews

শেষ হয়েছে ইংল্যান্ড সিরিজ। আগামী বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে নিউজিল্যান্ড সিরিজ। প্রথম টেস্টে থাকছেন না বিরাট কোহলী, রোহিত শর্মা। এই অবস্থায় ভারতের প্রথম একদশ কেমন হতে পারে সেই নিয়ে কৌতূহল রয়েছে ক্রিকেটপ্রেমীদেরও।

শুভমন গিল: এই সিরিজে ওপেন করতে নামবেন পাঞ্জাবের তরুণ ক্রিকেটার শুভমন গিল। চোটের জন্য ইংল্যান্ড সিরিজে বিশ্রামে ছিলেন তিনি। এখনও অবধি ৮টি টেস্ট ম্যাচ খেলে মোট ৪১৪ রান করেছেন শুভমন।

 

২২ মাস পর স্টেজে উঠেই প্রণাম করলেন অরিজিৎ সিং

ময়াঙ্ক আগরওয়াল: ওপেনার হিসাবে দেখা যাবে তাঁকেও। লোকেশ রাহুল চোট পাওয়ায় শুভমন ও ময়াঙ্কের ওপরেই ভরসা ভারতের।

চেতেশ্বর পুজারা: তিন নম্বরে রয়েছেন ভারতীয় দলের অভিজ্ঞ ব্যাটসম্যান পুজারা।

অজিঙ্ক রহাণে: কোহলী না অধিনায়কের ভার নিয়েছেন তিনি। এখনও মোট ৭৮টি টেস্টে তাঁর মোট রান ৪৭৫৬। এই সিরিজে তাঁর পারফরম্যান্স নিয়ে আগ্রহী ক্রিকেটমহল।

শ্রেয়স আয়ার: এই সিরিজে খেলতে পারেন তরুণ ক্রিকেটার শ্রেয়স। রাহুলের পরিবর্তে সূর্যকুমার যাদব দলে থাকলেও অভিষেক হতে পারে শ্রেয়সেরও।

ঋদ্ধিমান সাহা: বিশ্রামে রয়েছেন ঋষভ পন্থ। তাই দলে অভিজ্ঞ ঋদ্ধির ফেরার সম্ভাবনা থাকছে বলেই মনে করছেন ক্রিকেটমহল। দলে থাকছেন তরুণ শ্রীকর ভরতও।

রবীন্দ্র জাডেজা: টি২০ সিরিজে বিশ্রামে ছিলেন এই অলরাউন্ডার। টেস্ট সিরিজে ফিরলে দলে তিনিও থাকবেন বলেই মনে করা হচ্ছে।

রবিচন্দ্রন অশ্বিন: টেস্ট ক্রিকেটে মোট উইকেট নিয়েছেন ৪১৩টি। এই অভিজ্ঞ স্পিনারের দলে থাকার সম্ভাবনা রয়েছে।

অক্ষর পটেল: ঘরের মাটিতে স্পিনারের ওপরেই জোর দিতে চাইছে ভারত। সেই ক্ষেত্রে সুযোগ পেতে পারেন অক্ষর পটেলও।

মহম্মদ সিরাজ: এই সিরিজে তরুণদের সুযোগ দিতে ভারত দলে রাখতে পারে তাঁকেও।

ইশান্ত শর্মা: দ্বিতীয় পেসার হিসেবে কানপুরে খেলতে পারেন ইশান্ত। সিরিজের নতুন দল সাজাতে অভিজ্ঞতা এবং তারুণ্য দুই এর ওপরেই গুরুত্ব দিতে চাইছে ভারত।

You may also like

Leave a Reply!