Home কলকাতা রাশিয়ার ভ্যাকসিনের ট্রায়াল এরাজ্যেও

রাশিয়ার ভ্যাকসিনের ট্রায়াল এরাজ্যেও

by banganews

বঙ্গ নিউস, ৩১ অক্টোবর, ২০২০ঃ  রাশিয়ার করোনা ভ্যাকসিন “SPUTINIK V” এর দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের ট্রায়ালের অনুমতি দিয়েছে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া। দ্বিতীয় পর্যায়ে ১০০ জন ও তৃতীয় পর্যায়ে ১৫০০ জনের উপর এই ট্রায়াল হবে বলে জানিয়েছে ডঃ রেড্ডি’স ল্যাব। সারা দেশে এই ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমতি পেয়েছে “ডক্টর রেড্ডি ল্যাবরেটরিজ লিমিটেড”। এবার এরাজ্যেও ট্রায়ালের অনুমতি মিলল। কলকাতার সংস্থা “সিনিমেড লাইফ সাইন্সেস প্রাইভেট লিমিটেড” কে ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমতি দেওয়া হয়েছে।

আরও পড়ুন সৌমিত্রবাবুর সম্পূর্ণ সুস্থ হওয়া কঠিন, বলছেন চিকিৎসকরা

দ্বিতীয় দফায় ১২ থেকে ১৪ জনের উপর ট্রায়াল দেওয়া হবে বলে জানা গিয়েছে। প্রাথমিকভাবে কামারহাটির সাগর দত্ত হাসপাতালে এই হিউম্যান ট্রায়াল দেওয়ার পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছেন সেই সংস্থার বিজনেস ডেভেলপমেন্ট হেড স্নেহেন্দু কোনার। তিনি আরও জানিয়েছেন, ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য সাগরদত্ত হাসপাতালের এথিক্স কমিটির কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। এথিক্স কমিটি তা স্বাস্থ্যদফতরকে পাঠাবে। স্বাস্থ্যদফতরের অনুমোদন পেলে নভেম্বরের শেষ সপ্তাহ থেকেই ট্রায়াল শুরু করা যাবে বলে মনে করা হচ্ছে।

You may also like

Leave a Reply!