Home কলকাতা সৌমিত্রবাবুর সম্পূর্ণ সুস্থ হওয়া কঠিন, বলছেন চিকিৎসকরা

সৌমিত্রবাবুর সম্পূর্ণ সুস্থ হওয়া কঠিন, বলছেন চিকিৎসকরা

by banganews

কলকাতা, ৩১ অক্টোবর, ২০২০ঃ আজ তৃতীয় ডায়ালিসিসের কথা থাকলেও আপাতত সৌমিত্র চট্টোপাধ্যায়ের ডায়ালিসিস আর করা হয়নি। তাঁর রক্তে ইউরিয়া আর ক্রিয়েটিনিনের মাত্রা কমেছে। ভেন্টিলেশন সাপোর্টও রাখা হয়েছে চল্লিশ শতাংশের কম। ইউরিন আউটপুটও ভালো। তাছাড়া কোনও সাপোর্ট ছাড়াই সৌমিত্রবাবুর রক্তচাপও স্বাভাবিক। তাই আজকের দিনটা ডায়ালিসিস ছাড়াই তাঁকে পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত চিকিৎসকদের।

আরও পড়ুন জনপ্রিয়তা তুঙ্গে, এবার হিন্দিতে মিমি

তবে এখনই তাঁকে সম্পূর্ণ বিপন্মুক্ত বলতে চাইছেন না সৌমিত্র চট্টোপাধ্যায়ের চিকিৎসার দায়িত্বে থাকা ডক্টর অরিন্দম কর। অ্যান্টিবায়োটিক, স্টেরয়েড আর ডায়ালিসিসের প্রভাবে তাঁর এই উন্নতি সম্ভব বলে মনে করছেন চিকিৎসকরা।
আসল সমস্যা হল, একটা করে দিন যত এগোচ্ছে, সৌমিত্রবাবুর সম্পূর্ণ সুস্থ হওয়ার আশা ততই কমছে। এতদিনের আইসিসিইউ-তে থাকার পার্শ্বপ্রতিক্রিয়ার পুরোটাই এই বর্ষীয়ান অভিনেতার শরীরের ওপর এসে পড়ছে বলে মনে করছেন চিকিৎসকরা। প্রভাব পড়ছে ওষুধেরও। এসবের ফলে সৌমিত্র চট্টোপাধ্যায়ের সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠা বেশ কঠিন বলে মনে করছেন বেলভিউয়ের চিকিৎসক দল।

You may also like

Leave a Reply!