Home বিনোদন ২০২১-এর মাঝামাঝি অবধি বুকড ছিলেন সুশান্ত: বন্ধু

২০২১-এর মাঝামাঝি অবধি বুকড ছিলেন সুশান্ত: বন্ধু

by banganews
হাতে টাকা নেই? না। হাতে ছবি নেই? না। সামনের বছরের মাঝামাঝি অবধি সুশান্ত সিং রাজপুতের সমস্ত ডেট বুকড ছিল। এমনকী আরও দুজন প্রযোজক তাঁর সঙ্গে কাজের কথা বলার জন্য এ মাসের শেষেই দেখা করতে অত্যন্ত আগ্রহী ছিলেন। যেহেতু সুশান্ত তাঁদের সঙ্গে কোনও যোগাযোগই রাখেননি, হন্যে হয়ে তাঁরা ফোন করতেন সুশান্তের ঘনিষ্ঠ বন্ধুকে।
এমনই তথ্য উঠে আসছে পুলিশি জিজ্ঞাসাবাদে। নামপ্রকাশে অনিচ্ছুক সুশান্তের এক বন্ধু পুলিশকে দিয়েছেন এক তথ্য। তিনি আরও বলেছেন, প্রতি ছবিতে নিজের পারিশ্রমিক হিসেবে ৮ কোটি টাকা নিতেন সুশান্ত। এই দুই প্রযোজক তাঁকে ১১ কোটি দিতেও রাজি ছিলেন।
সুশান্তের বন্ধুর দাবি, এ মাসের শেষে রুমি জাফরির ছবি ছাড়াও ওই দুই প্রযোজকের কাজ যদি নিতেন সুশান্ত, তবে আগামী বছর পাঁচটি ছবির রিলিজ থাকত তাঁর।
পুলিশ অবশ্য এই সব তথ্যের সত্যতা খতিয়ে দেখছে।

You may also like

1 comment

Leave a Reply!