Home বঙ্গ পরিস্থিতি অনুকূলে এলে তবেই মাধ্যমিকের ফলপ্রকাশ করা হবে বলে জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়

পরিস্থিতি অনুকূলে এলে তবেই মাধ্যমিকের ফলপ্রকাশ করা হবে বলে জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়

by banganews

ফলপ্রকাশ নিয়ে তোড়জোড় শুরু  হলেও করোনা আবহে পরিস্থিতি ঠিক হলেই তারপরে ফলপ্রকাশ হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রীর কথায় “শুধু মার্কসীট ছাত্র ছাত্রীদের হাতে তুলে দিলেই হবে না পরবর্তী শিক্ষাবর্ষে ভর্তির ব্যাপারটা দেখতে হবে। সামগ্রিক বিষয় বিবেচনা করে তবেই ফলপ্রকাশের সিদ্ধান্ত নেওয়া হবে। শিক্ষার্থী সহ অন্যান্যদের স্বাস্থ্য সুরক্ষা করে তবেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে”।

 আরও পড়ুন : এখনই খুলছে না বাংলার বিদ্যালয়গুলি । ৩০ শে জুনের পর জানা যাবে সিদ্ধান্ত

অন্যদিকে মাধ্যমিক পর্ষদের কথায় ১৫ জুলাইকে তাঁরা একটা ভাবনা চিন্তা করছেন কিন্তু শিক্ষামন্ত্রীর এই কথায় মাধ্যমকের ফলপ্রকাশ  অনিশ্চিত হয়ে পড়ল বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য আগের তূলনায় করোনা সংক্রমণের হার অনেকটাই কমেছে। পরিস্থিতি খুব তাড়াতাড়ি স্বাভাবিক হবে বলেই মনে করছেন স্বাস্থ্য দফতর। পরিস্থিতি আনুকূল্যে এলে সব দিক বিবেচনা করে মাধ্যমিকের ফল প্রকাশ করা হবে। এর পাশাপাশি আগামী জুলাই মাস পর্যন্ত রাজ্যের সব স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

You may also like

Leave a Reply!