Home বিনোদন তারপর হঠাৎ রিলিজ করে দেওয়া হল ওটিটি-তে। সুশান্তকে একটা কথাও জানাননি করণ

তারপর হঠাৎ রিলিজ করে দেওয়া হল ওটিটি-তে। সুশান্তকে একটা কথাও জানাননি করণ

by banganews

বড়পর্দার জন্য চুক্তি হল। তারপর হঠাৎ রিলিজ করে দেওয়া হল ওটিটি-তে। সুশান্তকে একটা কথাও জানাননি করণ

এটা একেবারেই বিশ্বাসভঙ্গের ব্যাপার বলে মনে করছে বলিউডের একাংশ। ধর্মা প্রোডাকশন্সের সঙ্গে সুশান্তের করা একটিমাত্র ছবি সরাসরি রিলিজ হয়ে গেল ওয়েবে। ড্রাইভের মুক্তি নিয়েই সুশান্ত-করণের সম্পর্কে চিড় ধরেছে এই খবর গত বছর ছবি মুক্তির আগে থেকেই সামনে এসেছিল। তাই তো এই ছবির প্রচারে একটা শব্দও খরচ করেননি সুশান্ত সিং রাজপুত।

আরো পড়ুন – দেশজুড়ে সমস্যা শুরু হোয়্যাটস অ্যাপের

গত বছর ১লা নভেম্বরে  নেটফ্লিক্সে এই ছবি মুক্তি পায়। কিন্তু থিয়েটারের জন্য তৈরি একটা ছবি কেন ওটিটি প্ল্যাটফর্মে সরাসরি রিলিজ করেছিলেন করণ জোহর? সূত্রের খবর ছবির পোস্ট প্রোডাকশনের কাজ নিয়ে খুশি ছিলেন না ধর্মা কর্ণধার,তাই প্রায় দু বছর ধরে ড্রাইভের মুক্তি ঝুলে থাকবার পর সরাসরি ওটিটি প্ল্যাটফর্মে এই ছবিকে বিক্রি করে দেন করণ। সেই সিদ্ধান্তেই আপত্তি জানিয়েছিলেন সুশান্ত সিং রাজপুত,খবর অভিনেতার ঘনিষ্ঠমহল সূত্রে।

আরো পড়ুন – করোনা আক্রান্ত রোগীদের খাবার ও ওষুধ সরবরাহ করবে রোবট 

You may also like

Leave a Reply!