Home বিনোদন করোনা আক্রান্ত দুই বাংলার জনপ্রিয় শিল্পী রেজওয়ানা বন্যা চৌধুরী

করোনা আক্রান্ত দুই বাংলার জনপ্রিয় শিল্পী রেজওয়ানা বন্যা চৌধুরী

by banganews

দুই বাংলার জনপ্রিয় রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাড়িতে থেকেই তিনি চিকিৎসা নিচ্ছেন। আপাতত তিনি সুস্থ আছেন। মঙ্গলবার দ্বিতীয়বার তার নমুনা নেওয়া হবে পরীক্ষার জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের চেয়ারপারসন বন্যা রবীন্দ্রসংগীতের জন্য দেশে-বিদেশে খ্যাতি পেলেও ধ্রুপদী, টপ্পা ও কীর্তনও গেয়েছেন। শান্তিদেব ঘোষ, কণিকা বন্দ্যোপাধ্যায়, নীলিমা সেন ও আশিস বন্দ্যোপাধায়ের মত সংগীতজ্ঞদের সান্নিধ্যে আসেন তিনি।

আরও পড়ুন টুইটার ব্যবহারকারীর চকোলেট ম্যাগির ছবি শেয়ার করাতে ক্ষুব্ধ নেটিজেনরা।

সংগীত শিক্ষা প্রতিষ্ঠান ‘সুরের ধারার’ প্রতিষ্ঠাতা বন্যা রবীন্দ্রসংগীত নিয়ে কয়েকটি বইও লিখেছেন। সংগীতে অসামান্য অবদানের জন্য ২০১৬ সালে বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ‘স্বাধীনতা পুরস্কার’ পান বন্যা। এছাড়া পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ‘বঙ্গভূষণ’, ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদকসহ বিভিন্ন সম্মাননায় ভূষিত হয়েছেন এই শিল্পী।রেজওয়ানা আশা করছেন এবার তার করোনা টেস্ট নেগেটিভ আসবে।

You may also like

Leave a Reply!