Home বিনোদন টুইটার ব্যবহারকারীর চকোলেট ম্যাগির ছবি শেয়ার করাতে ক্ষুব্ধ নেটিজেনরা।

টুইটার ব্যবহারকারীর চকোলেট ম্যাগির ছবি শেয়ার করাতে ক্ষুব্ধ নেটিজেনরা।

by banganews

করোনার কারণে লকডাউনে বাড়িতে বসে থেকে মানুষ জন বিভিন্ন বিষয় নিয়ে এক্সপেরিমেন্ট করছেন। তার মধ্যে আছে নানান ধরনের অদ্ভুত খাবারের রেসিপি। আর এই ফিউশন খাবার গুলির মধ্যে আছে ওরিও আইসক্রিম ভরা সিঙাড়া, চবনপ্রাস স্মুদিজ, ইডলি এবং চা থেকে শুরু করে গুলাব জামুন পিজ্জা। এককথায় কোনো খাবারের সংমিশ্রণ আর বাকি নেই। সম্প্রতি অনলাইনে এরকম আরো একটি উদ্ভট রেসিপি ঘুরে বেড়াচ্ছে সেটি হল চকোলেট ম্যাগি।
নুডলস এবং চকোলেট অনেকের কাছেই সবসময়ের পছন্দের খাবার , তবে দুটি খাবারের এই অদ্ভুত সংমিশ্রন রেসিপিতে অনেকেই বিরক্তি প্রকাশ করেছেন।

আরও পড়ুন আমাজন এবং বিগ বাস্কেট পশ্চিমবঙ্গে এবার থেকে পানীয় সরবরাহ করতে পারবে।

সম্প্রতি এক টুইটার ব্যবহারকারী চকোলেট ম্যাগি বানিয়ে তার ছবি টুইটারে শেয়ার করলে তা সোস্যাল মিডিয়াতে বেশ আলোড়ন সৃষ্টি করেছে। ছবিটিতে দেখা যাচ্ছে একটি ইলেকট্রিক কেটলি এর মধ্যে জল, মাগি এবং চকোলেট বার ভরা আছে এবং সেটির ক্যাপশন “ আজ আবার আমি চকোলেট ম্যাগি রান্না করব।” নেটিজেনরা নানা মন্তব্য করে, মজার মিমস তৈরি করে এই রেসিপিটির বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেছেন।

You may also like

Leave a Reply!