Home খেলা করোনায় আক্রান্ত টেনিস স্টার দিমিত্রভ

করোনায় আক্রান্ত টেনিস স্টার দিমিত্রভ

by banganews

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পুরুষদের বিশ্ব র‍্যাঙ্কিং – ১৯ নম্বর স্থানে থাকা গ্রিগর দিমিত্রভ। সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে নোভাক জকোভিচ আয়োজিত একটি প্রদর্শনীমূলক টেনিস ইভেন্টে অংশ গ্রহণ করার পরেই অসুস্থ হয়ে পড়েন দিমিত্রভ। রবিবার তাঁর করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে।

বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাক জকোভিচ (Novak Djokovic) আয়োজিত বেলগ্রেডে একটি প্রদর্শনীমূলক টেনিস ইভেন্টে গত সপ্তাহে অংশ গ্রহণ করেছিলেন বুলগেরিয়ার দিমিত্রভ। এই ইভেন্টের ফাইনালে খেলার কথা ছিল জকোভিচের। সেখানে কোনও সামাজিক দূরত্ববিধি মানা হয়নি বলে অভিযোগ। এর পরেই অসুস্থ হয়ে পড়েন দিমিত্রভ। রবিবার তাঁর করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে।

আরও পড়ুন সারা বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত ৮৭ লক্ষ মানুষ

ইনস্টাগ্রামে নিজেই তাঁর অসুস্থতার কথা জানিয়েছেন এই টেনিস তারকা। তিন বার গ্র্যান্ডস্লামের সেমিফাইনাল পর্যন্ত পৌঁছন দিমিত্রভ। টেনিসে এই প্রথম এত বড় মাপের কোনও তারকার করোনাভাইরাস ধরা পড়ল। দিমিত্রভের করনো হওয়ায় বাতিল করা হয়েছে জকোভিচ আয়োজিত প্রদর্শনীমূলক টেনিস ইভেন্টটি

You may also like

Leave a Reply!