রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সর্বদলীয় বৈঠকের ডাক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী বুধবার নবান্ন এ অনুষ্ঠিত হবে এই বৈঠক। সেখানে রাজ্য বিধানসভার সব দলের প্রতিনিধিরা উপস্থিত থাকার কথা।
এর আগে ২৩ মার্চ সর্ব দলীয় বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী। তার পরেই রাজ্যে লকডাউনের কথা ঘোষণা করা হয়। তার ঠিক ৩ মাস পরেই ফের সর্বদলীয় বৈঠক ডাকলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন দীর্ঘ তিনমাস পর শুরু হল ভারত বাংলাদেশ সীমান্ত বানিজ্য
প্রথমে রাজ্য বিধানসভায় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এর ঘরে বৈঠক ডাকার কথা ভাবেন মুখ্যমন্ত্রী। কিন্তু স্পিকার মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন, বিধানসভায় তাঁর ঘরে স্বাস্থ্যবিধি মেনে এত জনপ্রতিনিধি একসঙ্গে বসে বৈঠকে সমস্যা রয়েছে। তাই নবান্নর সভাঘরে বৈঠক অনুষ্ঠিত করার পরামর্শ দেন তিনি মুখ্যমন্ত্রীকে