Home কলকাতা সৌমিত্রের পর আবারও প্রয়াত অভিনেতা মনু মুখোপাধ্যায়

সৌমিত্রের পর আবারও প্রয়াত অভিনেতা মনু মুখোপাধ্যায়

by banganews

কলকাতা, ৬ ডিসেম্বর, ২০২০ঃ   ফের খারাপ খবর টলিউডে। চলে গেলেন বর্ষীয়ান অভিনেতা মনু মুখোপাধ্যায়। হার্টের সমস্যায় ভুগছিলেন অনেকদিন ধরেই। আজ সকালে হৃদরোগে আক্রান্ত মৃত্যু হয় এই প্রবীন অভিনেতার। বয়স হয়েছিল ৯০ বছর। অভিনয় জগতের হাতেখড়ি প্রম্পটার থিয়েটারের মাধ্যমে।

আরও পড়ুন আদিবাসীদের রেল অবরোধে আদ্রায় ব্যাহত রেল পরিষেবা

এরপর মৃনাল সেনের পরিচালনায় প্রথম ছবি নীল আকাশের নীচে। এরপর একের পর এক ছবিতে দক্ষতার সঙ্গে কাজ করেছেন। কাজ করেছেন সত্যজিৎ রায়ের সঙ্গেও তাঁর অভিনীত ছবিগুলির মধ্যে অন্যতম মর্জিনা আবদুল্লা, গণশত্রু, মৃগয়া, জয় বাবা ফেলুনাথ। আজই কেওড়াতলা মহাশশ্মানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।

You may also like

Leave a Reply!