Home বঙ্গ আদিবাসীদের রেল অবরোধে আদ্রায় ব্যাহত রেল পরিষেবা

আদিবাসীদের রেল অবরোধে আদ্রায় ব্যাহত রেল পরিষেবা

by banganews

আদ্রা, ৬ ডিসেম্বর, ২০২০ঃ আদিবাসীরা রেল রোকো কর্মসূচি করছে, ফলে আদ্রা ডিভিশনে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। বিকেল ৩ টে পর্যন্ত রেল রোকো কর্মসূচি রয়েছে। আজ সকাল থেকেই ট্রেন অবরোধ করে আদিবাসীরা। তাঁদের দাবি কেন্দ্রীয় সরকারকে বারবার আবেদন করা সত্ত্বেও আদিবাসী সরনা ধর্মের স্বীকৃতি মেলেনি।

আরও পড়ুন অনলাইন গেমিং নিয়ে কেন্দ্র সরকার জারি করল নতুন নির্দেশিকা

এই অভিযোগে আজ মালদা গাজোলের আদিনা স্টেশনে রেল রোকো আন্দোলনে সামিল হয়েছে ঝাড়খন্ড পার্টি। রেললাইনের ওপর বসে বিক্ষোভ দেখাচ্ছে অবরোধকারীরা। ফলে বেশ কয়েকটি জায়গায় আটকে পড়েছে দুরপাল্লার ট্রেন। মালদায় আদিনা স্টেশনের পাশাপাশি পুরুলিয়া কাঁটাডি স্টেশনেও অবরোধ করেছেন কয়েক হাজার আদিবাসী। আটকে রয়েছে দার্জিলিং মেলও। এদিকে দার্জিলিং মেলে রয়েছে পিএসসি পরীক্ষার্থীরা। তারাও ট্রেন চালানোর দাবিতে পাল্টা অবরোধ করেছে।

You may also like

Leave a Reply!