বঙ্গ নিউস, ৬ ডিসেম্বর, ২০২০ঃ কয়লা পাচার করার সময় ব্যবহার করা হত ১০ টাকার নোটের ইউনিক সিরিয়াল নাম্বার। প্রত্যেক কনসাইনমেন্ট হোল্ডারের কাছে থাকত এই ১০ টাকার নোট। কয়লা নির্দিষ্ট গন্তব্যে পৌছানোর পর সেই টাকার বিনিময় কয়লা ডেলিভারি হত। প্রত্যেক কনসাইনমেন্ট হোল্ডারের কাছে থাকত এই ১০ টাকার নোট।
আরও পড়ুন সৌমিত্রের পর আবারও প্রয়াত অভিনেতা মনু মুখোপাধ্যায়
কয়লা পাচার কাণ্ডে তদন্তে নেমে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এল সিবিআইয়ের হাতে। আসানসোলে ক্যাম্প করে তদন্ত চালাচ্ছে সিবিআই-এর বিশেষ প্রতিনিধি দল ও কলকাতা দুর্নীতি দমন শাখা। সন্দেহভাজন দের জেরা করছে সিবিআই আধিকারিকরা।সেই তদন্ত করতেই এই তথ্য উঠে এসছে সিবিআইয়ের হাতে।