Home বঙ্গ ভয়াবহ ধসে কেঁপে উঠল অন্ডাল

ভয়াবহ ধসে কেঁপে উঠল অন্ডাল

by banganews

ভয়াবহ ধসে বিপর্যস্ত অন্ডাল। শুক্রবার রাতে পশ্চিম বর্ধমান জেলার অন্ডাল থানার অধীনে জামবাদ ওসিপি এলাকায় ভয়াবহ ধস নামে। দুর্ঘটনায় বেশ কিছু বাড়ি নীচে চাপা পড়ে যায়। খবর, রাত দেড়টা থেকে দু’টোর মধ্যে ইসিএল আবাসন চত্বর ও সংলগ্ন বিশাল এলাকাজুড়ে নেমেছে এই ধস। রাতারাতি তলায় চাপা পড়ে গিয়েছে বেশ কিছু ঘরবাড়ি, গাছ, ল্যাম্পপোস্ট ও কুয়ো। এ ছাড়া আবাসনের বহু বাড়িতে বড়সড় ফাটল ধরেছে। অন্তত ১২-১৪ টি বাড়ি অসম্ভব ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরো পড়ুন – পুলিশের হাতে 26 /11 এর মূল ষড়যন্ত্রকারী তাহাউর রানা

স্থানীয় এক মহিলা শেহনাজ বানু ধসের নীচে চাপা পড়ে গিয়েছেন বলে খবর পাওয়া যায়।
দের অভিযোগ, প্রশাসনের তরফে উদ্ধারকাজ শুরু করতে প্রায় সাত ঘণ্টা দেরি হয়। তার আগে স্থানীয়রা বিক্ষোভ দেখাতে শুরু করেন।

You may also like

Leave a Reply!