Home বিনোদন সলমনের বিয়িং হিউম্যান আসলে সবটাই জালিয়াতি বললেন দাবাং এর পরিচালক অভিনব

সলমনের বিয়িং হিউম্যান আসলে সবটাই জালিয়াতি বললেন দাবাং এর পরিচালক অভিনব

by banganews

মাত্র পাঁচশো টাকার জিনিস পাঁচ হাজার টাকায় বিক্রি করে সলমন খানের এনজিও। বিইং হিউম্যান সংস্থা আদতে একটি লোক দেখানো প্ল্যাটফর্ম। এখানে সলমন গরিবদের ৫টি সাইকেল দিলে বলা হয়, ৫০০ টি সাইকেল দিয়েছেন। একটি ফেসবুক পোস্টে সলমনের চ্যারিটি ফান্ডের বিরুদ্ধে এই অভিযোগ তোলেন পরিচালক অভিনব কাশ্যপ।

আরো পড়ুন – তারপর হঠাৎ রিলিজ করে দেওয়া হল ওটিটি-তে। সুশান্তকে একটা কথাও জানাননি করণ

তিনি লেখেন, বাবা সেলিম খানেরই আইডিয়া বিইং হিউম্যান। আসলে সলমনের খারাপ ইমেজ ধুয়ে মুছে সাফ করা এই প্ল্যাটফর্মের কাজ।

সলমনের বিরুদ্ধে চলা মামলা থেকে মিডিয়ার নজর ঘোরাতে ও বিচারকদের মন গলানোর প্রচেষ্টাই বিইং হিউম্যান।

আরো পড়ুন – ‘সময়ের গান’-এ রূপঙ্করের ২৫ বছর উদযাপন

‘চ্যারিটির নামে বিয়িং হিউম্যান টাকা তছরুপের প্ল্যাটফর্ম। সরকারের উচিত এখনই এই সংস্থার বিরুদ্ধে তদন্ত শুরু করা। আমি পুরো সাহায্য করতে রাজি—’ বিস্ফোরক অভিনব কাশ্যপ।

You may also like

Leave a Reply!