Home পৌরাণিক কাহিনী জামাইষষ্ঠী আসলে জামাই বরণ উৎসব নয়

জামাইষষ্ঠী আসলে জামাই বরণ উৎসব নয়

by banganews

বাংলা তথা ভারতবর্ষের ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় মেয়ের বিবাহের পর সন্তান সম্ভবনা দেখা না দিলে মেয়ের পিতা মাতার মেয়ের মুখদর্শনের অনুমতি ছিল না। সময়ের সাথে তাল মিলিয়ে এই কঠোর নিয়ম বদলে গেছে। সন্তান কামনার জন্যই মা ষষ্ঠীর কাছে নতজানু হতেন মেয়ের পিতা – মাতা। সন্তান প্রাপ্তির আশায় মা বিন্ধ্যবাসিনী স্কন্দ ষষ্টীর কাছে পার্থনাকে জামাই ষষ্টী রুপে মানা হয়।

১০/১০ পেলেন এই নারী আশ্চর্য এই ভিডিও ভাইরাল নিমেষে

এই সন্তান প্রাপ্তির জন্য মা তাঁদের মেয়েদের ডেকে নেন। স্বামীরা আসেন মেয়েদের সাথে। সনাতন হিন্দু ধর্ম মতে মেয়েরা ছিল অন্তঃপুরবাহিনী। একা একা কোনো মেয়েই শ্বশুরবাড়ি যেত না, তাঁকে শ্বশুরবাড়ি থেকে একা পাঠানো হত না। সাথে জামাই যেত, আর যার হাতে মেয়ের ভালো মন্দের ভার তুলে দিয়েছেন মেয়ের বাবা মায়েরা সেই মানুষটিকে তো তৃপ্ত রাখতেই হবে, সেই থেকে শুরু হল জামাইকে পাত পেড়ে খাওয়ানো। পদে কি থাকবে না থাকবে সেইটাও জামাইরাই ঠিক করতেন। সেই থেকেই জামাই ষষ্টী মানে হিন্দু বাঙালি জামাই দের কবজি ডুবিয়ে খাওয়া। হিন্দু বাঙালি ঘরে পরম যত্নে পুজিত হতে থাকলেন জামাইরা।

You may also like

Leave a Reply!