Home বঙ্গ আজ সকাল বেলা কলেজে স্ট্রিটে ভেঙ্গে পড়ল একটি পুরোনো বাড়ির একাংশ

আজ সকাল বেলা কলেজে স্ট্রিটে ভেঙ্গে পড়ল একটি পুরোনো বাড়ির একাংশ

by banganews

আজ সকাল বেলা কলেজে স্ট্রিটে ভেঙ্গে পড়ল একটি পুরোনো বাড়ির একাংশ। 56 নম্বর কলেজ স্ট্রিট বর্ণপরিচয় মার্কেট ঠিক তার উল্টোদিকের একটি বাড়ির বারান্দার একাংশ ভেঙ্গে পড়ে গুরুতর আহত হয়েছেন দুই জন। আহত দের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

আরো পড়ুন – গত এক বছরে এক স্কুল শিক্ষিকা বেতন বাবদ পেয়েছেন প্রায় এক কোটি টাকা।

প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী আজ সকাল পৌনে নটা নাগাদ ঐখানে জলের পাইপ লাইনের কাজ চলছিল সেই সময় ঐ বাড়ির একাংশ ভেঙ্গে পড়ে। স্থানীয় দোকানদার কাছে জানা গেছে দোকান খোলার আগেই আচমকা এই ধরনের দুর্ঘটনা ঘটায় আজ ঐ বাড়ির পাশাপাশি দোকানগুলো খোলার অনুমতি দেওয়া হয়নি।

আরো পড়ুন – কালী ও জগদ্ধাত্রী পুজোর মতই তান্ত্রিক মতে পুজো হয়ে থাকে অন্নপূর্ণার

ঘটনাস্থলে পুলিশ, দমকলকর্মী এবং কলকাতা ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ সঙ্গে সঙ্গেই এসে উদ্ধার কার্য শুরু করেন এবং অন্যান্য আবাসিকদের বাড়ি খালি করার কথা বলেন।

You may also like

Leave a Reply!