Home বঙ্গ মমতার নেপাল সফরে বাধা কেন্দ্রের

মমতার নেপাল সফরে বাধা কেন্দ্রের

by banganews

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেপাল সফরে বাধা কেন্দ্রের। শুক্রবার থেকে আগামী দু’দিন নেপালে দলীয় সম্মেলন রয়েছে কংগ্রেসের। নেপালী কংগ্রেসের এই ১৪ তম সম্মেলনে যোগ দেওয়ার জন্য তৃণমূল সুপ্রিমো আমন্ত্রণ পেয়েছিলেন নেপাল থেকে। মুখ্যমন্ত্রীর বিদেশযাত্রার জন্য কেন্দ্রের ছাড়পত্রের প্রয়োজন হয়। সেইমত আবেদনও করা হয়েছিল। কিন্তু, তা খারিজ করে দিল কেন্দ্র। তথ্যসূত্রে খবর, মুখ্যমন্ত্রী হিসেবে অন্য দেশের রাজনৈতিক সমাবেশে মমতার যোগদান সঙ্গতিপূর্ণ নয় বলে ব্যাখ্যা দিয়ে মমতার সফর বাতিল বিদেশমন্ত্রকের।

প্রসঙ্গত, এই ঘটনা প্রথম নয়। এর আগেও রোমে আয়োজিত বিশ্ব শান্তি সম্মেলনেও যেতে দেওয়া হয়নি মমতাকে। এই প্রসঙ্গে মমতা মন্তব্য করেছিলেন, ‘‘দু’মাস আগে কথাবার্তা হয়েছে। জার্মান চ্যান্সেলর যাবেন, পোপ, ইমাম, ইতালির প্রধানমন্ত্রী আর আমাকে বলেছিলেন যাওয়ার জন্য। ইতালি সরকার আমাদের বিশেষ অনুমতি দিয়েছিল। বিশ্ব শান্তি সম্মেলনে বারবার যাওয়ার জন্য বলেছে। অথচ কেন্দ্র আমার এই যাত্রা বাতিল করে দিল। মুখ্যমন্ত্রীর জন্য নাকি এই যাত্রা নয়! আমি যেখানেই যাব সেখানেই বাধা। আর আপনাদের লোক খালি এদিক-ওদিক ঘুরে বেড়াবে। তখন তো কেউ কিছু বলে না!’’

 

নাকেও দাঁত গজায়! এক্স-রে দেখে অবাক চিকিৎসক
তিনি আরা বলেন, ‘‘প্রধানমন্ত্রী মাঝে মাঝে দেশের কাজের জন্য যেতেই পারেন। কিন্তু আমাকে কেন রোমে যেতে দেওয়া হচ্ছে না। যেই শান্তির কথা উঠল ওমনি যাওয়া বন্ধ। আমি বিদেশে ঘুরতে যাই না। আমার অত আগ্রহ নেই। কিন্তু রোমে গেলে তা দেশের জন্য গর্বের হত। হিন্দু ধর্মের জন্য যদি এত উদারতা তাহলে আমি একজন হিন্দু মহিলা, আমাকেই বারংবার আটকে দেওয়া হয় কেন? আসলে ওরা অন্যদের হিংসা করে।’’

You may also like

Leave a Reply!