Home বঙ্গ শ্রাদ্ধ অনুষ্ঠানের বদলে ২৫ টি পরিবারের হাতে খাবার তুলে দিলেন এই পরিবার

শ্রাদ্ধ অনুষ্ঠানের বদলে ২৫ টি পরিবারের হাতে খাবার তুলে দিলেন এই পরিবার

by banganews

বিগত ২২ শে মে,২০২০ পরোলোক গমন করেন নদীয়া জেলার করিমপুরের মঙ্গল বিশ্বাস। মঙ্গল বাবু ছিলেন করিমপুর ২ নং পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি এবং গোপালপুর এলাকার একজন বিশিষ্ট মানুষ। চিরকাল রাজনীতির ঊর্ধ্বে উঠে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের পাশে থাকাটা যাঁর আদর্শ ছিল, তাঁর মৃত্যুর পরও তাঁর পরিবারও সেই পথেই হাঁটলো। করোনার প্রকোপের কারণে সেভাবে কোনও শ্রাদ্ধ অনুষ্ঠান করতে পারেনি ওনার পরিবার ।

আরো পড়ুন – সমুদ্রের ভেতরে ঠিক 1.5 কিলোমিটার গেলে দেখা পাওয়া যায় এই মন্দিরের। নিষ্কলঙ্ক মহাদেব মন্দির।

তাই পরিবারের সদস্যরা সিদ্ধান্ত নেন সামাজিক অনুষ্ঠানের পরিবর্তে ওনারা দাঁড়াবেন এলাকার বেশ কিছু পিছিয়ে পড়া দরিদ্র পরিবারের পাশে। ওয়েবস্টার সার্ভিসেস সোসাইটি নামক এক স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় ওনার দুই মেয়ে পায়েল ও দোয়েল এলাকার ২৫টি পরিবারের হাতে চাল, ডাল, তেল, সোয়াবিন, আলু, মুড়ি,সাবান এবং সার্ফ সম্বলিত উপহার তুলে দেন। মঙ্গল বাবুর বড় মেয়ে পায়েল সরকার বলেন,”দীর্ঘ ছয় বছর ধরে বাবা অসুস্থ ছিলেন। যে মানুষটি সারা জীবন মানুষের পাশে থেকেছেন, তাঁর আত্মার শান্তির জন্যে এর থেকে ভালো উপায় কিছু ছিল না বলেই আমাদের মনে হয়েছে।” এলাকার মানুষ এই উদ্যোগের প্রশংসা করেছেন।

আরো পড়ুন – চীনের প্রাইমারি স্কুলে হঠাৎ ছুরি নিয়ে হামলা আহত প্রায় ৪০ জন

You may also like

Leave a Reply!