Home বিনোদন লকডাউনে মন লক- শুভমিতা প্রথমবার নজরুলগীতি নিয়ে

লকডাউনে মন লক- শুভমিতা প্রথমবার নজরুলগীতি নিয়ে

by banganews

দিন পাঁচেক আগে আশা অডিওর ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত হয়েছে শুভমিতার গাওয়া প্রথম নজরুলগীতি একটুখানি দাও অবসর বসতে কাছে৷ এই কয়েকদিনেই প্রায় ৮২ হাজার মানুষ শুনে ফেলেছেন গানটি৷ শুভমিতা সুমিষ্ট কন্ঠস্বরে যখন গাইছেন তোমায় আমার অনেক যুগের অনেক কথা বলার আছে, দাও অবসর বসতে কাছে তখন নিশ্চুপে শুনে যাওয়া ছাড়া শ্রোতার আর কী বা করার থাকতে পারে!

আরও পড়ুন রুমা গুহঠাকুরতা কেবলমাত্র কিশোর কুমারের প্রাক্তন স্ত্রী নন তাঁর মৃত্যু বঙ্গ সংস্কৃতির একটি যুগাবসান

যেকথা শোনার আছে সেকথা বলা যাক। গান শুনতে শুনতে নিশ্চয় মনে হয়েছে লকডাউনে কীভাবে স্টুডিওতে গান রেকর্ড করা হল? স্টুডিও নয়, ঘরে বসেই সসম্পূর্ণ গানটি গাওয়া এবং এ্যারেঞ্জ করা৷ মঞ্চে গিয়ে শ্রোতাদের গান শোনাতে পারছেন না তাই বাড়ি বসেই ফোনে রেকর্ড করেছেন। ফ্ল্যাটবাড়ির শব্দের প্রতিধ্বনি আটকাতে বহু শ্রম করেছেন৷ অসংখ্য টেক দিতে হয়েছে কারণ কখনো বাইরের সবজি বিক্রেতার হাঁকডাক, কখনো ওপরের ফ্ল্যাটে থাকা কারও পদধ্বনি আবার নীচের ফ্ল্যাটের ড্রামার এর শব্দ রেকর্ড হয়ে যাচ্ছিল গান করার সময়৷ ফ্যান,এসি, জানলা দরজা সবকিছু বন্ধ করেও ঘরকে সাউন্ডলেস করা যাচ্ছিল না৷ তখন উপায় বের করেন রেকর্ডিস্ট গৌতম বসু৷ জামাকাপড় রাখা কাঠের আলমারিতে মোবাইল রেখে ৩০-৪০ ডিগ্রি কোণে মুখ করে গান গাইতে বলেন। সেভাবেই গানটি রেকর্ড করেন শুভমিতা৷ বাড়িতেই জি সেভেন স্টুডিওতে গৌতম বসু শুভমিতার গানের বাকি কাজ করেন৷ প্রত্যুষ বন্দ্যোপাধ্যায় বাড়িতেই কম্পিউটারে গানটি এ্যারেঞ্জ করেছেন৷ নিজের তৈরি ইন্সট্রুমেন্ট জ্যোতিধ্বনি এই গানে ব্যবহার করেছেন৷


আরও পড়ুন সরকারি অনুমতি পেলেও এইমুহূর্তে শুটিং শুরু হয়নি কোনও বাংলা ছবির – পিছিয়ে গেল গোলন্দাজের শুটিংও

শুনলে একবারের জন্যও মনে হচ্ছে না কিছু খামতি আছে বা স্টুডিও’র অভাবে অত্যধিক কোনো শব্দের ভিড় নেই৷
শেষে বলতেই হয় ভিডিও’র কথা৷ সচেতন নির্বাচন কি না জানি না তবে ভিডিও গানে অন্য মাত্রা সংযোজন করেছে৷ ছাদের সিঁড়ির রেলিঙের পাশে বসে শুভমিতা যখন গাইছেন মনে হচ্ছে আকাশের কাছে প্রকৃতির কাছে যেতে চাইছেন বধ্ব জানলার থেকে বেরিয়ে৷ আবার যখন সিঁড়ি বা মই এর পাশে দাঁড়িয়ে গাইছেন “আমার আকুল এই বিরহ তেমনি করে তোমায় যাচে” শুনে মনে হচ্ছে প্রকৃতির সঙ্গে মিলনের জন্য আমাদের মনের অদৃশ্য ডানা যেন চাইছে সেই সিঁড়ি দিয়ে উঠে আকাশকে ছুঁতে৷ প্রকৃতির বিরহে আমরা সকলেই বিরহিনী৷ সেই বিরহ বেদনা সেই প্রেমের আহ্বান শুভমিতার কন্ঠে ফুটে উঠেছে৷ গানের কথা যখন লিখেছেন নজরুল তখন শব্দচয়ন দৃশ্যকল্প সম্পর্কে বলা বাহুল্য৷

 

You may also like

Leave a Reply!