Home বিদেশ চীনের প্রাইমারি স্কুলে হঠাৎ ছুরি নিয়ে হামলা আহত প্রায় ৪০ জন

চীনের প্রাইমারি স্কুলে হঠাৎ ছুরি নিয়ে হামলা আহত প্রায় ৪০ জন

by banganews

চিনে একটি প্রাইমারি স্কুলে জনৈক নিরাপত্তারক্ষী ছুরি নিয়ে হামলা চালিয়ে প্রায় ৪০জন শিক্ষার্থী,শিক্ষক ও স্কুল কর্মীকে আহত করেছে। চায়না ডেইলি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে জানানো হয়েছে ঘটনাটি ঘটেছে গুয়াংঝি প্রদেশে। ওয়াংফুতে অবস্থিতসেন্ট্রাল প্রাইমারি স্কুলে এক নিরাপত্তারক্ষী বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা নাগাদ এই ঘৃণ্য হামলা চালায়।

আরো পড়ুন – PVR এর সম্পূর্ণ নাম কী ? অথবা ICICI এর ? জানেন কী?

আহতদের প্রত্যেককেই নিকটবর্তী হাসপাতালে চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয়। জানা গেছে স্কুলের প্রিন্সিপাল অন্য একজন নিরাপত্তাকর্মী ও এক শিক্ষার্থীর অবস্থা বেশ আশঙ্কাজনক। প্রসঙ্গত,গত কয়েকদিন ধরে চিনের বিভিন্ন শহরে ছুরি নিয়ে হামলার ঘটনা ঘটেই চলেছে। বিশেষত শিশুদের স্কুল কিংবা প্রাইমারি স্কুলে এই ধরনের হামলা হচ্ছে। একদিকে চিনে করোনা প্রকোপ আবার ফিরে আসছে। আত্মার মধ্যে এই ধরনের শিশুদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ঘৃণ্য অপরাধ মূলক কাজ বেড়ে চলায় প্রশাসন খুব চিন্তিত।

আরো পড়ুন – অষ্টম শ্রেণী ফেল করেছিলেন তিনি কিন্তু শখ যখন পেশা হয়ে যায় তখন কাহিনি হয় অন্যরকম

You may also like

Leave a Reply!