Home দেশ ‘ভারতের নীতি জনগণের স্বার্থে’, ভারতের প্রশংসায় পঞ্চমুখ ইমরান খান

‘ভারতের নীতি জনগণের স্বার্থে’, ভারতের প্রশংসায় পঞ্চমুখ ইমরান খান

by banganews

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান নিজের দেশেই সমস্যার সম্মুখীন। বিরোধী দলের পাশাপাশি নিজের দলের সাংসদরাও তাঁর বিরুদ্ধে সরব। এই পরিস্থিতিতে রবিবার খাইবার পাখতুনখোয়ার মালাকান্দ এলাকায় এক জনসভায় ভারতের প্রশংসা করলেন ইমরান খান। পাক প্রধানমন্ত্রী ভারতের বিদেশনীতিকে জনগণের স্বার্থের নীতি বলে অভিহিত করেছেন এই জনসভায়।

সমাবেশে ইমরান খান বলেন, “সাথ ওয়ালা হামারা মুলক হ্যায় হিন্দুস্তান। আমি আজ ভারতের প্রশংসা করছি। ভারত সবসময় একটি মুক্ত বিদেশ নীতি পালন করে। আজ ভারত বড় শক্তি নিয়ে ঐক্যবদ্ধ। তাদের বন্ধু আছে।” ইমরান খান আরও বলেন,” “ভারত আমেরিকার মিত্র হলেও নিজেকে বলে যে আমি নিরপেক্ষ। নিষেধাজ্ঞা জারি থাকা অবস্থায় রাশিয়া থেকে তেল নিয়ে আসছে। কারণ ভারতের নীতি হচ্ছে জনগণের নীতি।”

https://thebanganews.com/multiple-explosions-heard-at-pakistan-army-depot-in-sialkot/

প্রসঙ্গত, ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধে ভারত এখনও পর্যন্ত কারও পক্ষ নেয়নি। তবে ভারতের পক্ষ থেকে যুদ্ধ বন্ধ করে কথাবার্তার মাধ্যমে বিবাদ নিষ্পত্তির দাবি উঠেছে। পশ্চিমী দেশগুলো রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা ঘোষণা করলেও ভারত তার পুরনো সম্পর্ক ও নিরপেক্ষতা দেখিয়ে রাশিয়ার সঙ্গে বাণিজ্য অব্যাহত রেখেছে।

You may also like

Leave a Reply!