Home বঙ্গ বন্ধ হতে পারে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা। এখনই জেনে নিন

বন্ধ হতে পারে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা। এখনই জেনে নিন

by banganews

এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2021 এর বিধানসভার ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন, ভোটে জিতলে রাজ্যের প্রতিটি মহিলার একাউন্টে মাসে 500 টাকা এবং তপশিলিরা হাজার টাকা করে সরকারি অনুদান পাবেন৷

কিন্তু এখন বাধ্য হয়ে রাজ্য সরকারকে কড়া পদক্ষেপ নিতে হচ্ছে৷  বছরের শুরুতেই লক্ষী ভান্ডার প্রকল্পের টাকা বন্ধ করে দেওয়া হল । তার পাশাপাশি যে টাকা পেয়েছেন তা ফেরত নেওয়ার প্রক্রিয়া শুরু হল।

রাজ্যের কোষাগারের চাপ কমাতে এবং নিজেদের ভুল ত্রুটি শোধন করতে এই পদক্ষেপ। কাদের কাদের বন্ধ করে দেওয়া হলো লক্ষী ভান্ডার প্রকল্পের টাকা?

লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অধীনে একজন মহিলার অ্যাকাউন্টে এক মাসে একাধিক বার টাকা ঢুকেছে৷
একাধিক মহিলা একটিই ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দিয়েছেন৷
একই উপভোক্তার নাম একাধিকবার রয়েছে।

ব্যাঙ্কের অ্যাকাউন্টের সাথে আধার কার্ডের নামের অমিল রয়েছে যাদের, তারা টাকা পাবেন না।

পাশাপাশি বহু মহিলা জেনারেল কাস্ট কিংবা ওবিসি হলেও এসসি সার্টিফিকেট দেখিয়ে হাজার টাকা করে নিচ্ছেন।  তাদের ক্ষেত্রে বন্ধ করে দেওয়া হচ্ছে লক্ষী ভান্ডার প্রকল্পের টাকা

 

সরকারি প্রকল্পের টাকা পেতে বোনকে বিয়ে করে ফেললেন যুবক

যাদের বয়স 25 বছর নিচে তাদের বন্ধ করে দেয়া হচ্ছে লক্ষী ভান্ডার প্রকল্পের টাকা।
এর পাশাপাশি অতিরিক্ত চলে যাওয়া টাকা পুনরায় ফেরত নেওয়ার ব্যবস্থা শুরু করল রাজ্য সরকার।

You may also like

Leave a Reply!