Home বঙ্গ ৫০০ বছরের পুরনো কালীমন্দির থেকে চুরি কোটি টাকার গয়না

৫০০ বছরের পুরনো কালীমন্দির থেকে চুরি কোটি টাকার গয়না

by banganews

জাতীয় সড়কের একদিকে থানা, অন্যদিকে কালী মন্দির। থানা থেকে কালীমন্দিরের দূরত্ব খুব বেশি হলে ২০০ মিটার। সেই কালী মন্দির থেকেই চুরি হল প্রায় এক কোটি টাকার গয়না।

ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার আমডাঙার করুণাময়ী কালী মন্দিরে। গতকাল এই খবর জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থলে পুলিশ গেলে এলাকাবাসী তাঁদের ঘিরে বিক্ষোভ দেখান৷ আমডাঙার বিধায়ক রফিকুল রহমানও ঘটনাস্থলে গিয়েছিলেন।

আমডাঙার এই কালী মন্দির প্রায় ৫০০ বছরের পুরনো। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মা কালীর হাতে ছিল সোনার খাঁড়া৷ তার ওজন ছিল প্রায় ৭০০ গ্রাম। কালীমূর্তির গায়ে ছিল প্রচুর গয়না। এলাকাবাসীর প্রশ্ন, এত কাছে থানা, সিসিটিভি থাকা সত্ত্বেও কী ভাবে চুরি হল মন্দিরে।

 

এবার নিজের জন্য কিনতে পারেন আস্ত একটি ট্রেন

আমডাঙার বিধায়ক চুরির খবর শুনে এসেছিলেন ঘটনাস্থলে। তিনি বলেছেন, ‘‘থানা থেকে ২০০ মিটার দূরে রয়েছে মন্দির। তা সত্ত্বেও পুলিশ কেন জানতে পারল না চুরির কথা?’’ শোনা যাচ্ছে, স্বাধীনতার পর থেকে এই মন্দিরে চার বার চুরি হয়েছে।

You may also like

Leave a Reply!