Home বঙ্গ আগামী ৭ দিনের মধ্যে চাকরি পাবেন টেট উত্তীর্ণ ৭৩৮ জন

আগামী ৭ দিনের মধ্যে চাকরি পাবেন টেট উত্তীর্ণ ৭৩৮ জন

by banganews

২০১৪ সালের প্রাইমারি টেটে ভুল প্রশ্নের জেরে যে মামলা হয়েছিল, সেই মামলায় হাইকোর্ট এর রায়ে প্রাইমারি টেটে ৭৩৮ জনের নামের তালিকা
প্রকাশ করল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব প্রাইমারি এডুকেশন।

প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য জানিয়েছেন, এই ৭৩৮ জন এক সপ্তাহের মধ্যে নিয়োগ পাবেন। প্রসঙ্গত, ২০১৪ সালে টেট পরীক্ষায় প্রশ্ন ভুল নিয়ে একটা বিতর্ক তৈরি হয়। অনেকে অকৃতকার্য হন। কলকাতা হাইকোর্টে মামলা করেন বেশ কয়েকজন পরীক্ষার্থী। সেই মামলার প্রেক্ষিতে হাইকোর্টের এই নির্দেশ।

এর আগে ৪০০ জনেরও বেশি চাকরিপ্রার্থীর নামের তালিকা প্রকাশ করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। যদিও চাকরি প্রার্থীদের ক্ষোভ,  ২০১৪ সালের পরীক্ষার্থীদের নিয়োগ পেতে ২০২১ কেটে গেল!

পর্ষদ জানিয়েছে, আইনি জটিলতা ছিল। হাইকোর্টের নির্দেশ আসতেই দ্রুত তালিকা প্রকাশ করা হল৷ আগামী সাতটি ‘ওয়ার্কিং ডে’-এর মধ্যেই চাকরি পাবেন প্রার্থীরা

প্রসঙ্গত, উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের প্রাথমিক শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী সমস্ত নথি যাচাই করা হবে অনলাইনে অথবা অফলাইনে৷

 

দেশের মধ্যে প্রাথমিক শিক্ষায় শীর্ষে বাংলা, টুইটবার্তায় শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

২০১৪ সালের টেট পরীক্ষায় প্রশ্নপত্রে ভুল থাকার জন্য ২০১৮ সালে বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় নির্দেশ দেন, ভুল প্রশ্নের উত্তর যারা দিয়েছেন তাদের পুরো নম্বর দিতে হবে। কিন্তু পর্ষদ তা না করে আদালত অবমাননা করেছেন৷ পর্ষদ সভাপতিকে নির্দেশ দেওয়া হয়, প্রত্যেক মামলাকারীকে জরিমানা দেবেন তিনি। গত ১০ সেপ্টেম্বর কলকাতা হাইকোর্ট জানায়, মানিক ভট্টাচার্যকে সশরীরে আদালতে হাজির হতে হবে।  এরপরই ১৪ সেপ্টেম্বর ৪৬৭ জন টেট উত্তীর্ণকে তথ্য যাচাই ও ভাইভার জন্য ডেকে পাঠানো হয়।

You may also like

Leave a Reply!