Home ব্যবসা-বাণিজ্য এবছর ধনতেরাসে কখন কিনবেন সোনা? জেনে নিন

এবছর ধনতেরাসে কখন কিনবেন সোনা? জেনে নিন

by banganews

বঙ্গ নিউস, ১০ নভেম্বর, ২০২০ঃ  ধনতেরাস ২০২০ কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে দীপাবলির আগে পালিত হয় । এই বছর ধনতেরাস ১৩ নভেম্বর শুক্রবার। কথিত আছে ভগবান ধন্বন্তরী এবং ধন-সম্পদের ঈশ্বর কুবের এই দিনে মহালক্ষীর উপাসনা করে ধন লাভ করেছিলেন।

ধনতেরাসের দিন, সোনা ও রুপো কিনলে বাড়িতে সুখ ও সমৃদ্ধি বজায় থাকে।

আরও পড়ুন বিহার:আসনের কাছে গেরুয়া, তবে অবাক করছে তেজস্বী-ট্রেন্ড

ধনতেরাসের দিন সকাল ৬ টা বেজে ৪২ মিনিট থেকে বিকেল ৫টা বেজে ৫৯ মিনিট এর মধ্যে স্বর্ণ কিনলে বাড়িতে সুখ, শান্তি এবং সমৃদ্ধির বিস্তৃতি হবে৷ ধনতেরাসের পুজোর শুভ সময় বিকেল ৫ টা ২৮  মিনিট থেকে বিকেল ৫ টা ৩০ এর মধ্যে। ভগবান ধনবন্তরী এবং ধন-সম্পদের ঈশ্বর কুবেরের উপাসনা করা হয় ধনতেরাসে৷ এই দিনে ভগবান বিষ্ণু কুবেরের হাতে অমৃতের পাত্র ধারণ করেছিলেন। বিশ্বাস করা হয় যে, ধনতেরাসের শুভ দিনে সোনার, রৌপ্য এবং পিতল বা অন্যান্য ধাতব জিনিসপত্র কেনা হয়। এই দিনে সোনা কেনা শুভ হিসেবে বিবেচিত।

You may also like

Leave a Reply!