Home বঙ্গ পশ্চিমবঙ্গ হাই মাদ্রাসা বোর্ডের ফলাফল প্রকাশিত হল 

পশ্চিমবঙ্গ হাই মাদ্রাসা বোর্ডের ফলাফল প্রকাশিত হল 

by banganews
এই বছরের ১০ই ফেব্রুয়ারি থেকে ২২শে ফেব্রুয়ারি হাই মাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষা গৃহীত হয়েছিল রাজ্যজুড়ে। বাকি অতিরিক্ত পত্র, শরীর ও কর্মশিক্ষার পরীক্ষার জন্য ২৫ শে ফেব্রুয়ারি থেকে ২২ শে মার্চ পর্যন্ত  সময় ধার্য করা হয়েছিল।
হাই মাদ্রাসা ও আলিমের পরীক্ষা ফেব্রুয়ারির ২২ তারিখে, এবং ফাজিল পরীক্ষা শেষ হয় ১৪ তারিখে। এই পরীক্ষার খাতা মূল্যায়ন করে ফলাফল প্রকাশ করতে সম্ভাব্য মে মাস পর্যন্ত সময় লাগবে বলে অনুমান করা হচ্ছিল। বিশ্বজুড়ে করোনা প্যান্ডেমিকের দরুন এই ফলপ্রকাশ পিছিয়ে যায় কয়েক মাস। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও ফলপ্রকাশ না হওয়ায়   উদ্বিগ্ন ছিলেন পড়ুয়ারা। অবশেষে সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজকে প্রকাশিত হল মাদ্রাসার ফলাফল।
পশ্চিমবঙ্গ হাই মাদ্রাসা বোর্ডের ফলাফল জানার প্রক্রিয়াটি নিম্নরূপ :
১. প্রাপ্ত নম্বর জানতে বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন।
২. অফিশিয়াল ওয়েব সাইটের হোম পেজে গিয়ে মাদ্রাসার ফলাফল লেখাটির উপরে ক্লিক করুন।
৩. ছাত্রটি যে পরীক্ষায় অবতীর্ণ হয়েছে সেই নামের বিকল্পটি সিলেক্ট করুন।
৪. পরবর্তী পেজে নিজের রোল নম্বর ও জন্ম তারিখ লিখুন।
৫. লিখিত তথ্যের পুনর্যাচাই করে সেটি সাবমিট করুন, এবং জেনে নিন নিজের ফলাফল।
মোবাইলে এসএমএসের মাধ্যমেও জানা যাবে ফলাফল WBBME লিখে স্পেস দিয়ে রোল নম্বর টাইপ করে ৫৬০৭০ তে পাঠালেও জানা যাবে পরীক্ষার রেজাল্ট।
রেজাল্টে নির্দিষ্ট মানের জন্য যে প্রতীকী চিহ্ন প্রযুক্ত তার তালিকা ও অর্থ নীচে বিবৃত হল :
P= সফল
X= অসফল
C= কম্পার্টমেন্টাল
FABS= অনুপস্থিত
ENC= এনরোলমেন্ট বাতিল
CLCS= কম্পার্টমেন্টাল ইন ল্যাঙ্গুয়েজ সাইন্স
CSC= কম্পার্টমেন্টাল সাইন্স
3= (পুরোনো সিস্টেম) থার্ড ডিভিশন

You may also like

Leave a Reply!